স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : রাধা কৃষ্ণ মন্দিরে হানা দিল চোর । ঘটনা উদয়পুর ব্রম্মাবাড়ী এলাকায়। জানা গেছে, আশ্রম কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে মন্দিরে এসে প্রবেশ করতেই দেখতে পায় রাধা কৃষ্ণ মন্দিরের সমস্ত জিনিসপত্র অগোছালো। প্রতিদিন রাধা ও কৃষ্ণ কে দেওয়া সেই প্রসাদের থালা , বাটি থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সহ আরো একাধিক জিনিস নিয়ে গিয়েছে চোরের দল। আজ থেকে গত পাঁচ দিন আগে একই কায়দায় চুরি হয়েছিল।
সে সময় প্রণামী বাক্স থেকে টাকা চুরি যায়। প্রতিনিয়ত চুরি হওয়ার ঘটনায় উৎকন্টায় দিনযাপন করছে আশ্রম কর্তৃপক্ষ। এই চুরির ঘটনার খবর জানানো হয় রাধাকিশোরপুর থানা। পরে থানার পুলিশ মন্দিরে গিয়ে আশ্রম কর্তৃপক্ষের সাথে কথা বলে চুরির ঘটনার তদন্ত শুরু করে। চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্রম্মাবাড়ী এলাকায়।