Tuesday, March 18, 2025
বাড়িশ্রেণী বহির্ভূতরাস্তা অবরোধ করে সেতু সংস্কারের দাবি এলাকাবাসীর

রাস্তা অবরোধ করে সেতু সংস্কারের দাবি এলাকাবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে বিধায়িকাকে। এখন তিনি নড়বড়ে সেতু সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করছেন না বলে অভিযোগ। তাই ধর্মনগর মহকুমা যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঢ়ুপিরবন্ধ উপ্তাখালী রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসীরা। এলাকার এই রাস্তায় একটি লোহার সেতু রয়েছে, যার বীভৎস অবস্থা। এই সেতু দিয়ে চলাফেরা করতে গিয়ে স্থানীয়রা বহুবার আঘাতপ্রাপ্ত হয়েছে ।

সেতুটির বেহাল অবস্থার জন্য যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। এমনকি এই সেতু দিয়ে জরুরি পরিষেবার গাড়ি পর্যন্ত যাতায়াত করতে পারছে না। গ্রামবাসীরা নিজেদের অর্থ ব্যয় করে বিকল্প রাস্তা তৈরি করেছে। অথচ প্রশাসনের কোন উদ্যোগ নেই। এলাকায় এক হাজারের অধিক পরিবারের বসবাস। তারা জানায় ১০ থেকে ১২ বছর আগে এই লোহার সেতু তৈরি করা হয়েছিল। সেতুটি বেহাল দশায় পরিণত হওয়ার পর বহুবার পঞ্চায়েতকে অবগত করেছে স্থানীয়রা। কিন্তু সেতুটি সংস্কারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ। সেতুটি যুবরাজ নগর ব্লকের অন্তর্গত। পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীপদ দাস এবং উপনির্বাচনের আগে মলিনা দেবনাথ গিয়ে আশ্বাস দিয়ে এসেছিলেন সমস্যার সমাধান দ্রুত করা হবে। কিন্তু আশ্বাসই এখন পর্যন্ত পূরণ হয়নি। ঢ়ুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের প্রধান আজিম উদ্দিন এবং ৪ নং ওয়ার্ডের নির্বাচিত পঞ্চায়েতের সদস্য সাদিয়া বেগম তাদের সাথে গ্রামবাসীরা বেশ কয়েকবার যোগাযোগ করেছে, কোন কাজ হয়নি। গ্রামবাসীরা জানিয়েছেন এই রাস্তার জন্য বেশ বহুবার টাকার বরাদ্দ হয়েছে, কিন্তু পঞ্চায়েতের সদস্যরা কোন কাজ না করিয়ে সব টাকা হাফিজ করে দিয়েছে। তাই তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভের শামিল হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। নাকি সবটাই মিথ্যা আশ্বাসে সীমাবদ্ধ থাকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য