স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : প্রদেশ বিজেপি কার্যালয়ে বৃহস্পতিবার সদর শহর জেলা মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, মহিলা মোর্চার সদর শহর জেলার সভাপতি ঝুমা বিশ্বাস সহ অন্যান্যরা। মহিলা মোর্চার সদর শহর জেলার সভাপতি ঝুমা বিশ্বাস জানান সদর জেলার কমিটিতে ৩২ জন সদস্য রয়েছে। সদর জেলার অন্তর্গত রয়েছে ৭ টি মণ্ডল।
এই সমস্ত মণ্ডলের সভানেত্রী ও সাধারন সম্পাদিকারা বৈঠকে অংশ নেন। প্রদেশ মহিলা মোর্চার নেতৃত্ব , দুজন প্রভারী ও রাজ্য সাধারন সম্পাদিকা বৈঠকে অংশ নেন। বিগত দিনে মহিলা মোর্চা কি ধরনের কাজ করেছে এবং আগামী দিনে কি কি কাজ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মণ্ডল সভানেত্রীদের কাছ থেকে প্রদেয় রিপোর্টের ভিত্তিতে আগামীর রূপরেখা স্থির করা হবে বলে জানান তিনি। মূলত ২০২৩-র নির্বাচনের আগে সংগঠনকে মণ্ডল থেকে বুথ স্তর পর্যন্ত শক্তিশালী করতে এই কার্যকারিণী বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।