স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার একটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এবং আগরতলা সাইক্লোথন ফাউন্ডেশনের সহায়তায় একটি সচেতনতা মূলক বাই সাইকেল রেলির আয়োজন করা হয়। বাদুরতলি স্থিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে বাই সাইকেল রেলি শুরু হয়।
ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার ডাঃ অমিতাভ রায় বলেন, কোভিডের পরিস্থিতিতে থেমে নেই হেপাটাইটিস। তাই হেপাটাইটিস রোগকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন টিকা এবং সতর্কতা মূলক ব্যবস্থা রয়েছে। বর্তমানে ফ্যাটি লিভার থেকেও হেপাটাইটিস বাড়ছে। যা ওষুধ ও সুষম খাদ্যের মাধ্যমে আটকানো সম্ভব। এই ক্ষেত্রে বাই সাইকেল চালানো একটি ভালো ব্যায়াম। পরিবারের সদস্যদের বাই সাইকেল চালাতে উৎসাহিত করতে হবে বলে জানান তিনি। একই সঙ্গে পরিবেশকে দূষণ মুক্ত রাখতে ভূমিকা নেয় বাই সাইকেল। এই বার্তা ছড়িয়ে দিতে সচেতনতা মূলক বাই সাইকেল র্যাশলীর আয়োজন করা হয়েছে বলে জানান ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার ডাঃ অমিতাভ রায়। ছিলেন ডক্টর দেবাশীষ রায়, ডঃ দেবলীনা দেব বর্মন সহ অন্যান্যরা।