Saturday, April 20, 2024
বাড়িরাজ্যশিক্ষকের দাবিতে রাস্তায় নামলো বাম ছাত্র সংগঠন

শিক্ষকের দাবিতে রাস্তায় নামলো বাম ছাত্র সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : প্রত্যেকটি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের দাবিতে বাম ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ পক্ষ থেকে বুধবার আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন মিছিলে উপস্থিত এস এফ আই রাজ্য সভাপতি সন্দীপন দেব। তিনি বলেন রাজ্যের শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে।

 ছাত্র-ছাত্রীরা শিক্ষকের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তুলছে। তাই এর বিরুদ্ধে মাঠে নেমেছে এস এফ আই এবং টি এস ইউ। এই দুটি সংগঠন যৌথভাবে শিক্ষা দপ্তরে গিয়ে শিক্ষা অধিকর্তার কাছে শিক্ষক নিয়োগের দাবি জানায়। কিন্তু শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের কোন হেলদোল নেই। এক অরাজক পরিস্থিতি চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা চলছে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী বলছেন দূর্গাপূজার আগে কিছু শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু এটা মানা যায় না। বুধবার থেকে সারারাজ্যে মিছিল, সভা, ডেপুটেশন কর্মসূচি সংঘটিত করা হয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই কর্মসূচি সংঘটিত হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন শিক্ষক সংকটে প্রতিবাদের ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে সঙ্গতি জানায় বাম ছাত্র সংগঠন দুটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য