স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : ত্রিপুরা হোলসেল গ্রোসারী মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বুধবার নেতাজী সুভাষ রোড স্থিত বানিজ্য ভবনে কোভীড-১৯- র বুস্টার টিকাকরনের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকার ৭৫ দিনের জন্য দেশ জুড়ে বুস্টার ডোজের ঘোষণা করেছে।
ক্লাব ফোরামের উদ্যোগে তৃতীয় ধাপে আবার বুস্টার ডোজ দেওয়ার পক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পূর্ণ সহযোগিতা নিয়ে পুরোদমে এই টিকাকরণ করা হবে। সার্বিকভাবে আগরতলা শহরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় রাজ্যের নাগরিকরা বিশেষ ভাবে সচেতন না হলে বা কোভীড বিধি না মেনে চললে কোভিড পুরনো ছন্দে ফিরে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেন ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল। সকলের উদ্দেশ্যে আহ্বান জানান কোভিড বিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরিধান করার জন্য। এই ভাবে সহসাই কোভিড সংক্রমণ শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। দুর্গা পূজার আনন্দে সকলে মিলে যাতে সামিল হতে পারে তার জন্য এই বার্তা দেয় আগরতলা ক্লাব ফোরাম। পরে তিনি টিকাকরণ শিবির ঘুরে দেখেন।