স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : ওষুধের দোকান থেকে উদ্ধার নেশা জাতীয় ট্যাবলেট। ঘটনা ক্যাম্পের বাজার এলাকা স্থিত শোভম মেডিকেল হলে। দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে নেশার ট্যাবলেট বিক্রি করে চলছে বলে অভিযোগ। কিন্তু কোন ভাবেই বাগে আনা যাচ্ছিল না।
অবশেষে বুধবার স্থানীয় বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলে এই কারবার। ওষুধের দোকানে নেশার ট্যাবলেট মজুত করে বিক্রি করার পর্যাপ্ত প্রমান পায়। খবর দেওয়া হয় এডি নগর থানায় ও মেডিক্যাল অফিসারদের। খবর পেয়ে আসে এডি নগর থানার পুলিশ ও মেডিক্যাল অফিসার। স্থানীয়দের বক্তব্য এই দোকানে দীর্ঘ বছর যাবত এই কারবার চলছিল। আগেও একবার পুলিশ দোকানে হানা দিয়ে নেশার ট্যাবলেট পায়। কিন্তু এর পরেও শোধরায়নি। এদিন পুলিশ ও মেডিক্যাল অফিসার দোকান মালিক সুদীপ পালকে জিজ্ঞাসাবাদ চালায়। পরবর্তী সময়ে সিল করে দেওয়া হয় শুোভম মেডিকেল হল। সঠিক নথিপত্র নিয়ে অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে দোকানদারকে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে বলে জানানো হয়। এখন দেখার বিষয় অভিযুক্ত করণধারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।