স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : বুধবার আগরতলা প্রেস ক্লাবে আর ডি কমার্স স্টাডি সেন্টারে পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ বছর আর ডি কমার্স স্টাডি সেন্টারে পক্ষ থেকে একাউন্টেন্সি এবং বিএসটি -তে ১০০ এবং ৯৮ এর মতো নাম্বর পেয়ে সফল অর্জন করেছে বেশ কয়েকজন ছাত্রছাত্রী। এদিন তাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে।
তিনি ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া অত্যন্ত শুভ উদ্যোগ। ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। তাদের উদ্দেশ্যে আরো বলেন আগামী দিনে দেশ, রাজ্য এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্বের কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের এগিয়ে যেতে হবে। তাদের জীবনে যাতে একটি লক্ষ্য স্থির থাকে। আর লক্ষ্য স্থির থাকলে জীবনে এগিয়ে যাওয়া অসম্ভব নয়। এবং বিবেকে দিকে যাতে তারা সৎ নিষ্ঠাবান হয়। তাহলে কখনো নিজের কাছে জবাবদিহি হতে হবে না। সমাজে একজন মানুষের মত মানুষ হয়ে উঠতে পারবে বলে আশা ব্যক্ত করেন প্রেস ক্লাবের সভাপতি। আর ডি কমার্স স্টাডি সেন্টারের শিক্ষক রঞ্জন দাস জানান ছাত্র-ছাত্রীদের এই ধরনের অসাধারণ ফলাফলে আগামী দিনে অন্যান্য ছাত্রছাত্রীরা ও কমার্স নিয়ে পড়াশোনা করতে অনুপ্রাণিত হবে। বাণিজ্য বিভাগে পড়াশুনা করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।