স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : বুধবার বাধার ঘাট স্থিত ত্রিপুরা ও.এন.জি.সি কমপ্লেক্সে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ও.এন.জি.সি ত্রিপুরা অ্যাসেটের ম্যানেজার তরুণ মল্লিক। তিনি বলেন, রক্তদান শিবির এক মহৎ কাজ।
এই মহৎ কাজের সকলকে এগিয়ে আসা দরকার। নিয়ম অনুযায়ী প্রত্যেকের তিন থেকে চার মাস অন্তর অন্তর রক্তদান করা জরুরি। তাহলে রক্তের সংঙ্কট হবে না বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিন রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন প্রায় শতাধিক রক্তদাতা।