স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : সরকার প্রতিশ্রুতি পালন করে নি। তিনটি কৃষি আইন বাতিল করা ও বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২১ বাতিল করা, কৃষকদের ফসলের সহায়ক মূল্য প্রদানের জন্য আইন প্রণয়ন করা সহ বিভিন্ন দাবিতে কৃষকরা দীর্ঘদিন ব্যাপী দিল্লিতে আন্দোলন করেছিল। পরবর্তী সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি পালন করণের আশ্বাস দিয়েছিলেন কৃষকদের।
কিন্তু দেখা গেছে সরকার প্রতিশ্রুতি পালন করছে না। তাই সরকারের এ ধরনের প্রতারণা এবং খাদ্যদ্রব্যের উপর নতুন করে জি এস টি লাগুর প্রতিবাদে বুধবার অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠন ২৭ জুলাই সর্বভারতীয় প্রতিবাদ কর্মসূচি ডাক দেয়। তারই অঙ্গ হিসেবে রাজ্য কমিটির পক্ষ থেকে ড্রপ গেইট এলাকায় প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দরা জানান, বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২১ বাতিল করা, খাদ্যে দ্রব্যের উপর থেকে জি এস টি প্রত্যাহার করা এবং কৃষকদের ফসলের সহায়ক মূল্য প্রদান করা। এদিন মূলত তিন দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচির সংগঠিত করা হয় বলে জানান রাজ্য কমিটির সম্পাদক সুব্রত চক্রবর্তী।