স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট : মাসের পর মাস যাচ্ছে, অথচ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হচ্ছে না। এর প্রতিবাদে কাঁঠালিয়া ব্লক এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। অভিযোগ, দীর্ঘ আট মাস ধরে কাঠালিয়া ব্লকের অন্তর্গত নিদয়া গ্রাম পঞ্চায়েত এলাকার চানপুর পাড়ার বিবেকানন্দ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী না থাকায় এলাকাবাসী জনপ্রতিনিধি ও দপ্তরের উপর বেজায় ক্ষুব্ধ হয়ে একাধিকবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায়। কিন্তু প্রতিশ্রুতি ছাড়া বাস্তবে সমস্যার সমাধান হয় নি।
বৃহস্পতিবার সকালে অভিভাবকরা মিলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে পুনরায় বিক্ষোভ দেখায়। তালা ঝুলানোর খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের সুপারভাইজার জানান, কিছুদিনের মধ্যেই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। অবিলম্বে তালা খুলতে বলেন। কিন্তু তারপরেও বিক্ষুব্ধ জনতা তালা খুলতে রাজি হয় নি। তাদের অভিযোগ আট মাস হয়ে গেছে নিদয়া পঞ্চায়েত এলাকার দুই নং ওয়ার্ডের চানপুর পাড়ায় ১৩০ পরিবারের বসবাস। এর মধ্যে ৬০ জন কচিকাঁচা রয়েছে। কিন্তু আট মাস আগে কর্মী গৌরী নাগ দাস অবসরে চলে যান। তারপর থেকে নতুন করে আর কোন কর্মী নিয়োগ হয়নি।অবিলম্বে যাতে কর্মীর নিয়োগ করা হয়।

