Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যঅনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধে শামিল ব্রু রিয়াং শরণার্থীরা

অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধে শামিল ব্রু রিয়াং শরণার্থীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই : ব্রু সংগ্রংমা মথো এবং এর শাখা সংগঠনগুলি মঙ্গলবার কাঞ্চনপুর থেকে হুমুনপুই সড়ক এবং আনন্দবাজার থেকে কাউনপুই সড়কে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে বসে। তাদের দাবি বেতলিং সিপে শিবলিঙ্গ পুনর্গঠন করা, ব্রু রিয়াং শরণার্থীদের উপর অত্যাচার বন্ধ করা এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা।

 এদিন সকাল থেকেই শুরু হয় দিকে দিকে রাস্তা অবরোধ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছে কঠোর নজরদারি। যারা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনত উপযুক্ত ব্যবস্থা। এবং যারা আটক হবে তাদের কাঞ্চনপুর উচ্চ মাধ্যমিক স্কুল এবং আনন্দবাজার দ্বাদশ শ্রেণী স্কুলে নিয়ে আটক করে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্বাস পায়নি রাস্তা অবরোধকারীরা। পরিস্থিতি এখনো প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু পরিস্থিতি যে কোন মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা অভিজ্ঞ মহলের। কাঞ্চনপুর মহকুমা সহ আশপাশ এলাকার সর্বত্র মোতায়েন করা হয়েছে পুলিশ, টি.এস.আর সহ আধা সামরিক বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য