Wednesday, March 26, 2025
বাড়িজাতীয়অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা, মমতার কথায় সায় পার্থের

অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা, মমতার কথায় সায় পার্থের

কলকাতা, ২৬ জুলাই (হি. স.) : ‘‘বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে।“ তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে সায় দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

এর পাশাপাশি সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, “বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’ দলনেত্রীর এ হেন মন্তব্যের সঙ্গে ‘সহমত’ পার্থ চট্টোপাধ্যায়।

মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিটে ভুবনেশ্বর থেকে পার্থকে নিয়ে কলকাতায় ফেরে ইডির দল। বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বসিয়ে পার্থকে বার করা হয়। সে সময় মমতার মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থর সংক্ষিপ্ত জবাব ছিল, ‘‘ঠিক বলেছেন।’’

উল্লেখ্য, এসএসসি ‘দুর্নীতি’ মামলায় শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারের পর সোমবার নজরুল মঞ্চে বঙ্গসম্মান অর্পণের মঞ্চ থেকে প্রথম বার মুখ খোলেন মমতা। তিনি বলেন, ‘‘কেউ অন্যায় করে থাকলে আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমার আইন-আদালতের উপর ভরসা আছে।’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি চাই, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দাও। সত্যির বিচার হোক। এই ঘটনা কেউ করতে পারে বলে আমি নিজেও বিশ্বাস করি না। ঘটনা না রটনা— সেটার বিচার হবে। বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য