Thursday, March 28, 2024
বাড়িরাজ্যশিক্ষক সংকটে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ

শিক্ষক সংকটে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই : শিক্ষক সংকটের চরম নিদর্শন জগন্নাথপুর এল এল সি এস আর বি স্কুল। স্কুলটি ঊনকোটি জেলার কুমার ঘাটে অবস্থিত। স্কুলটি পথ চলার শুরু করার পর থেকে শিক্ষা পরিকাঠামোর অভাবে ভুগছে। স্কুলের সবচেয়ে বড় সমস্যা শিক্ষক সংকট।

শিক্ষক সংকটে স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি করাতে চায় না অভিভাবকেরা। একজন শিক্ষক দিয়ে স্কুলে চলছে পঠন পাঠন। অভিভাবকদের কাছ থেকে বহুবার দাবি জানানো হলেও শিক্ষা দপ্তর বিষয়টি কর্ণপাত করার চেষ্টা করে নি। স্কুলে পরিকাঠামগত অভাবের কারণে ছাত্র-ছাত্রীদের আর ভর্তি করায় না এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ এটি নামমাত্র স্কুল। মাত্র সাত আট জন ছাত্রছাত্রী স্কুলে পাঠরত। আর শিক্ষা দপ্তরের খাতায় নথিভুক্ত একটি সরকারি স্কুল। প্রশ্ন হচ্ছে সরকারি নথিভুক্ত হওয়ার পরে কেন স্কুলটি পরিকাঠামোগত উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এলাকাবাসীর মধ্যে তীব্র বিক্ষোভ সৃষ্টি হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য