Friday, November 22, 2024
বাড়িরাজ্যশিক্ষকের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকরা

শিক্ষকের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : আবারো শিক্ষক স্বল্পতা নিয়ে ক্ষুদ্ধ ছাত্র ছাত্রী এবং অভিভাবক মহল। শেষ পর্যন্ত স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। এমনটাই প্রত্যক্ষ করা যায় সোমবার কৈলাসহরের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিভাগে ১৩৪ জন ছাত্র ছাত্রী রয়েছে। এবং তিনজন শিক্ষক  রয়েছে।

এর মধ্যে দুইজন শিক্ষিকা কিছু দিনের মধ্যেই অবসরে যাবেন। যার ফলে দুইজন শিক্ষিকার মধ্যে একজন অসুস্থ এবং অপর শিক্ষিকা নিজের ন্যায্য পাওনা ছুটি কাটাচ্ছেন। দুইজন শিক্ষিকা দীর্ঘদিন ধরে ছুটিতে থাকায় স্কুলের একজন শিক্ষক অর্থাৎ প্রাথমিক বিভাগের ইনচার্জ জয় কিশোর মালাকার একাই স্কুল চালিয়ে যাচ্ছেন। স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা জানায়, একজন শিক্ষক দিয়ে স্কুলের পঠন পাঠন চলায় ব্যাঘাত ঘটছে। স্কুলে শিক্ষক স্বল্পতার কারনে প্রথম শ্রেণি এবং দ্বিতীয় শ্রেণির ছাত্র ছাত্রীদের একত্রিত করে একটি রুমেই একসাথে দুই শ্রেণির ক্লাস হচ্ছে। এবং তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের একটি রুমে একত্রিত করে একসাথে তিনটি শ্রেণির ক্লাস হচ্ছে বলে অভিযোগ। অভিভাবকরা আরও জানায় যে, স্কুলের মিড ডে মিল খাওয়ার আযোগ্য। মিড ডে মিলের মধ্যে পাথর, পোকা পাওয়া যায়। এছাড়াও অভিভাবকরা আরও গুরুতর অভিযোগ জানান, স্কুলটি বিদ্যা জ্যোতির অধীনে নেওয়ার পর স্কুলের সকল ছাত্র ছাত্রীদের কাছ থেকে এক হাজার চল্লিশ টাকা করে নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিভাবকদের জানানো হয়েছে যে, স্কুলটি বিদ্যাজ্যোতির অধীনে চলে যাওয়ায় ছাত্র ছাত্রীরাই উপকৃত হবে। সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে স্কুল তালাবন্ধী করে বিক্ষোভ প্রদর্শন শুরুর হয়। সকাল সাড়ে আটটা নাগাদ ঊনকোটি জেলার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সমীরণ মালাকার স্কুলে এসে বিক্ষোভকারীদের সাথে দীর্ঘক্ষন আলোচনা করেন। আশ্বস্ত করেন মঙ্গলবার কের পুজোর জন্য স্কুল বন্ধ থাকবে। তাই আগামী বুধবার দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা সকালে এসে অভিভাবকদের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে। তারপর সকাল সাড়ে নয়টায় ছাত্রছাত্রী সহ অভিভাবকরা বিক্ষোভ প্রত্যাহার করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য