স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : আগামী ২৪ জুলাই আগরতলা টাউন হলে টাইবেল স্টুডেন্ট ইউনিয়নের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশনের মূল স্লোগান হবে শিক্ষা, কাজ এবং গণতন্ত্র পুনরুদ্ধার। কনভেনশন শুরু হবে সকাল ১০ টা সময়। পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি মাল্যদানের মাধ্যমে কনভেনশন শুরু হবে।
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। এছাড়াও উপজাতি গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি জিতেন্দ্র চৌধুরী, গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাধা চরণ দেববর্মা সহ অন্যান্যরা। শনিবার সন্ধ্যায় ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান টি এস ইউ সাধারণ সম্পাদক নেতাজি দেববর্মা। কনভেনশনে আলোচনা হবে সংগঠন শক্তিশালী করার বিষয়ে।
ইতিমধ্যে ২০ টি মহকুমা সাংগঠনিক সভা শেষ হওয়ার পর কনভেনশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০ টি মহকুমা কনভেনশনে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সেই কনভেনশনগুলিতে ছাত্র-ছাত্রীরা দাবি জানায় তাদের সমস্যা সমাধান করার জন্য। রবিবার অর্থাৎ ২৪ জুলাই কনভেনশনে চার থেকে সাড়ে চার শতাধিক সদস্য উপস্থিত কনভেনশন হবে বলে আশা ব্যক্ত করেন। সম্প্রতি দেখা গেছে ছাত্র-ছাত্রীরা শিক্ষক সংকট সহ বিভিন্ন সমস্যা নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। ছাত্র-ছাত্রীদের এই সমস্যা সমাধান করতে আগামী দিনে শক্তিশালী সংগঠন গড়তে আসন্ন কনভেনশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানেন নেতাজি দেববর্মা।
২৪ জুলাই আগরতলা টাউন হলে শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও শিরোনামে এস এফ আই এবং টি এস ইউ যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক মিহির দেব, এসএফআই -এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা সহ অন্যান্যরা বলে জানান এসএফআই রাজ্য সভাপতি সন্দীপন দেব।