স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : থানায় মিলছে না সম্মান। আবার গত কয়েক মাস ধরে সম্মানিত ভাতা থেকে বঞ্চিত । এমনটাই অভিযোগ রাজ্যের বিভিন্ন থানার অধীন পশ্চিম ও গোমতী জেলায় মহিলা পুলিশ ভলেন্টিয়ারদের। অপরাধ মূলক ঘটনা সম্পর্কে অবগত করতে তাদের নিয়োগ করা হয়েছিল। সরকার তাদের সাম্মানিক বাবদ প্রতিমাসে ১ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।
প্রথম কয়েকমাস সেই টাকা পেলেও বিগত ১৬ মাস যাবৎ এই সাম্মানিক পাচ্ছেন না পশ্চিম জেলায় নিযুক্ত মহিলা পুলিশ ভলেণ্টিয়াররা। সাম্মানিকের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের দারস্থ হয় তারা। কিন্তু সেখান থেকে পশ্চিম জেলার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করার পরামর্শ দেওয়া হয়। এরপর মহিলা পুলিশ ভলেন্টিয়ার হিসাবে নিযুক্ত মহিলারা পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে একটি চিঠি দেন। কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোন কিছু তাদের জানানো হয় নি। শুক্রবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে গিয়ে পশ্চিম জেলার পুলিশের সুপারের সঙ্গে দেখা করতে যান। তাদের বক্তব্য পশ্চিম জেলায় ২৫০ জন মহিলা পুলিশ ভলেন্টিয়ার এখনো টাকা পায়নি। অথচ গোমতী জেলায় ২০০ উপর থাকা ভলেন্টিয়ারা তাদের টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন। কবে নাগাদ এই টাকা প্রদান করা হবে তা জানতে চান মহিলা পুলিশ ভলেন্টিয়াররা। তাদের সাথে দুই বছরের কনট্রাক্ট ছিল বলে জানান। এরপর তারা কি করবেন তা ভেবেও দুশ্চিন্তায় রয়েছেন। থানা গুলিতে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন।