স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উপলক্ষে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ আগামী ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে ১ আগস্ট থেকে কর্মসূচি শুরু হবে। ৭ আগস্ট স্বাস্থ্য যুব ভবনে রাজ্য ভিত্তিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার ছাত্র-যুব ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব।
দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে বছরে দুই কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দেশবাসীকে। কিন্তু সাত বছর অতিক্রান্ত হতে চলেছে, সরকার এখন পর্যন্ত প্রতিশ্রুতি পালন করে নি। ফলে দেশের বেকারত্বের হার শীর্ষস্থান দখল করে আছে। ত্রিপুরাতেও বছরের ৫০ হাজার চাকরি দেওয়ার কথা বলে সরকারি প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি। প্রতিশ্রুতি পালন করতে না পেরে এখন নির্বাচনের কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর মুখ বদল করছে বিজেপি। এটা বিজেপির কৌশল। সরকারের এই ধরনের ভূমিকার জন্য আগামী ৩ নভেম্বর ডিওয়াইএফআই পার্লামেন্টের সামনে জমায়েত করবে। পাশাপাশি আগামী ১৫ সেপ্টেম্বর সকলের জন্য শিক্ষা এবং কাজের দাবিতে দাবি দিবস পালন করা হবে। এর আগে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে মধ্যে কর্মসংস্থানের জন্য এগিয়ে আসার জন্য শিবির করা হবে। তুলে ধরা হবে কর্মসংস্থানের বিরুদ্ধে বিজেপি সরকারের ভূমিকা। তারপর আবার দুই অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কর্মসূচি সংগঠিত করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাম যুব সংগঠন গুলো ময়দানে নামছে বলে জানান ডি ওয়াই এফ আই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হীমগ্নরাজ ভট্টাচার্য।বিজেপি সরকারকে বিন্দুমাত্র শ্বাস ফেলার সুযোগ দেওয়া হবে না। বিজেপির মুখোশ খুলে দেওয়া হবে বলে জানান তিনি।