স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : উচ্চমাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া, কলেজের সব বিষয়ে অনার্স কোর্সে চালু করা, প্রত্যেকটি সাধারণ ডিগ্রী কলেজে স্থায়ী অধ্যাপক নিয়োগ করা সহ চার দফা দাবিতে শুক্রবার অল ইন্ডিয়া ডি এস ও রাজ্য কমিটির পক্ষ থেকে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ আই ডি এস ও রাজ্য কমিটির সম্পাদক রামপ্রসাদ আচার্য। তিনি জানান, স্কুলে শিক্ষক নিয়োগ এবং সঠিক সময়ে সিলেবাস দেওয়া হচ্ছে না । ফলে ছাত্রছাত্রী সহ অভিবাবকরা বাধ্য হয়ে রাস্তায় নামছে । পাশাপাশি কলেজে সমস্ত বিষয়ে অনার্স কোর্স চালু ব্যবস্থা করা। কারণ বহু ছাত্র-ছাত্রী রয়েছে যারা বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স করতে চাইলেও সুযোগ পায় না কলেজগুলিতে। এছাড়া কলেজগুলিতে স্থায়ী অধ্যাপকের সংকট রয়েছে। সরকার যাতে সেদিকে বিশেষ নজর দিয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগের ব্যবস্থা করে। বিক্ষোভ কর্মসূচির পর রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকারের নেতৃত্বে চারজনের এক প্রতিনিধি দল উচ্চশিক্ষা দপ্তরে গিয়ে অধিকর্তার উদ্দেশ্য প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সম্পাদক এবং রাজ্য সভাপতি ছাড়াও প্রীতিলতা দেবনাথ এবং দেবপ্রসাদ চক্রবর্তী।