স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণার পর মার্কসিটে বিভিন্ন ত্রুটি লক্ষ্য করা যায়। ফলে ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত এই সমস্যা নিরসনের দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিবের কাছে ডেপুটেশন প্রদান করেন এস এফ আই এবং টি এস ইউ -র এক প্রতিনিধি দল।
ডেপুটেশনের পর প্রতিনিধি দলে উপস্থিত এস এফ আই রাজ্যের সভাপতি সন্দীপন দেব জানান, মার্কশিটে মধ্যে যেসব সমস্যা প্রত্যক্ষ করা যাচ্ছে সেসব সমস্যা যাতে দ্রুত নিরসন করা হয়। এবং ছাত্রছাত্রীরা যাতে মার্কশিটে সমস্যার কারণে আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেদিকেই গুরুত্ব দিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে। দাবি জানানো হয়েছে ইতিবাচক ভূমিকা গ্রহণ করার জন্য। এদিন দাবি সনদের প্রতি লিপিটি তুলে দেওয়া হয় পর্ষদের সচিব ড. দুলাল দে’র হাতে। তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন বলে জানান ডেপুটেশনের পর সন্দীপন দেব।