Sunday, May 19, 2024
বাড়িরাজ্য১২ দফা দাবিতে ব্যাংক কর্মীদের ধার্ণা

১২ দফা দাবিতে ব্যাংক কর্মীদের ধার্ণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : গ্রামীণ ব্যাংকের বেসরকারিকরণের উদ্যোগের প্রতিবাদে শুক্রবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টি.জি.বি.ই.এ, টি.জি.বি.ও.ইউ এবং টি.জি.বি.আর.এস.এ যৌথভাবে ধর্নায় শামিল হয়। ব্যাংক কর্মীদের অভিযোগ সরকার গ্রামীণ ব্যাংক বেসরকারি করন করতে চাইছে, ডি.আর. ডব্লিউ কর্মীদের নিয়মিতকরন করা হচ্ছে না, স্পনসর ব্যাংকের সমস্ত ভাতা ও সুবিধা দেওয়া হচ্ছে না।

এমনকি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বেসরকারীকরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে শামিল হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মীরা। রাজ্যে মোট ৪৩ টি গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে। সবগুলি শাখার সামনে এদিন কর্মসূচি সংঘটিত হয়। মূলত গত ১৫ জুলাই থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে স্টাইক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস আরো বলেন ব্যাংকে আরো একটি বড় সমস্যা হলো পদোন্নতি পলিসি। সঠিক সময়ে পদোন্নতি না হওয়ায় ব্যাংকের কর্মীরা সমস্যায় পড়ছে। আরো দাবি নতুন পেনশন স্কিম প্রত্যাহার করে, পুরনো পেনশন স্কিম চালু করা এবং ডি আর ডব্লিউ কর্মীদের নিয়মিতকরন করা সহ ১২ দফা দাবি তোলা হয়। দীর্ঘ সময় ধরে এভাবে ব্যাংক কর্মীদের বঞ্চনার শিকার হয়ে হতাশায় ভুগতে হচ্ছে। এর মধ্যে কয়েক দফা দাবি লিখিত ভাবে ম্যানেজমেন্ট আগে বহুবার দিয়েছে, কিন্তু সেই দাবি পূরণ করছে না। তাই ধর্নায় শামিল হয়েছে। এবং ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য