স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৬ মার্চ: গেইমিংয়ের জগতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে নতুন গেইমিং স্টুডিও কিনছে নেটফ্লিক্স। গত ছয় মাসে এটি প্রতিষ্ঠানটির কেনা তৃতীয় গেইমিং স্টুডিও।
নেটফ্লিক্স তাদের সংগ্রহে ‘বস ফাইট এন্টারটেইনমেন্ট’ নামের নতুন গেইম নির্মাতা প্রতিষ্ঠান যোগ হওয়ার ঘোষণা দিয়েছে, যেটি টেক্সাসে অবস্থিত একটি মোবাইল স্টুডিও।–প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।“স্টুডিওটির বিভিন্ন ধারার হিট গেইম বানানোর অভিজ্ঞতা আমাদের গ্রাহকদের যেখানে খুশি খেলার জন্য গেইম আনার গতি বাড়িয়ে দেবে।”– বলেছেন নেটফ্লিক্স গেইমিং স্টুডিও’র ভাইস প্রেসিডেন্ট আমির রাহিমি।
ভার্জের প্রতিবেদন বলছে, নেটফ্লিক্স-এর আগে ‘অক্সেনফ্রি ডেভেলপার নাইট স্কুল’ ও ‘নেক্সট গেইমস’ নামের দুটি গেইমিং স্টুডিও কিনেছে, যারা ‘স্ট্রেঞ্জার থিংস’ নামের পাজেল গেইমটি তৈরি করেছে।
‘বস ফাইট’-এর আগের গেইমগুলোর মধ্যে রয়েছে ‘ডাঞ্জেন বস’ নামের একটি মোবাইল গেইম। এ স্টুডিওটি প্রতিষ্ঠিত হয়েছে ‘জিংগা’র ডালাস স্টুডিও বন্ধের পর, যেটি ফেইসবুক গেইম ‘ক্যাসলভিল’ তৈরি করেছিল।নেটফ্লিক্স গেইমিং জগতে নিজেদের অবস্থান তৈরিতে আঁটঘাট বেঁধে নামার মধ্যেই এ খবরটি এলো। প্রতিষ্ঠিত গেইমিং স্টুডিও’র পাশাপাশি মোবাইল গেইমগুলোকেও তাদের গ্রাহক সেবা প্যাকেজে অন্তর্ভুক্ত করেছে নেটফ্লিক্স। প্লাটফর্মটিতে নতুন তিনটি গেইমের ঘোষণা এসেছে এ সপ্তাহে।অন্যদিকে, নেটফ্লিক্স কিছু অংশগ্রহনমূলক সিরিজ নিয়ে কাজ করছে, যেখানে স্ট্রিমিং সেবাদাতা প্লাটফর্মটি ‘ট্রিভিয়া কোয়েস্ট’ নামের এক দৈনিক ট্রিভিয়া গেইম নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।