Friday, November 22, 2024
বাড়িপ্রযুক্তিড্রাইভে সার্চ সহজ করতে গুগল আনছে নতুন ফিচার

ড্রাইভে সার্চ সহজ করতে গুগল আনছে নতুন ফিচার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি। গুগল ড্রাইভে ফাইল খোঁজা সহজ করতে আসছে নতুন ফিচার ‘সার্চ চিপস’। ড্রাইভ সেবার জি স্যুট বেসিক এবং বাণিজ্যিক সংস্করণসহ ‘গুগল ওয়ার্কস্পেস’-এর সকল ব্যবহারকারীর জন্যই চালু হবে নতুন ফিচারটি।

গেল বছরের নভেম্বর মাসে ফিচারটির বেটা সংস্করণ দেখিয়েছিল গুগল। সেবার গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, অবস্থান, ফাইলের ধরন, তারিখ, ব্যবহারকারীর নাম, টাস্ক এবং শেয়ার্ড লেবেলের ভিত্তিতে সার্চ রেজাল্ট আরো ছোট ও কার্যকর করবে ফিচারটি।গুগলের দেওয়া তথ্য বলছে, ড্রাইভের সার্চ বারে কিওয়ার্ড লিখেই ‘চিপস’ ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারী। ঠিক সার্চ বারের নিচেই থাকবে ছয়টি আলাদা আলাদা চিপসের ড্রপডাউন মেনু; ‘লোকেশন’, ‘পিপল’, ‘ফাইল টাইপ’, ‘লাস্ট মডিফাইড’, ‘টাইটেল অনলি’ এবং ‘টু ডু’।এই মেনুগুলো থেকে বিভিন্ন বিষয় নির্ধারণ করে দিলে সে অনুযায়ী সার্চ রেজাল্ট আসবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘লোকেশন মেনু’। এতে ক্লিক করে নিজের ড্রাইভসহ, ‘শেয়ার্ড উইথ মি’ ‘স্টার্ড’ এবং ‘ট্র্যাশড’ শ্রেণীভূক্ত ফাইলগুলোর মধ্যেও প্রয়োজনের ফাইলটি খুঁজতে পারবেন ব্যবহারকারী।

ড্রাইভের আগের সীমিত সংখ্যার সার্চ ফিল্টারগুলো গুগল সার্চবারেই থাকা একটি ড্রপডাউন ট্যাবে “লুকিয়ে রাখতো” বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। তবে ফিল্টারগুলোকে সার্চ রেজার্টের উপরে আনলে সেগুলো খুঁজে পাওয়া এবং ব্যবহার আরো সহজ হবে বলে মন্তব্য সাইটটির।গুগল জিমেইলে ‘সার্চ চিপস’ এনেছে ২০২০ সালে। সার্চ বারের নিচেই থাকে ওই ফিল্টারগুলো। জিমেইলে সমাদৃত হয়েছে ‘সার্চ চিপস’-ফিচারটি। আশা করে হচ্ছে, ড্রাইভেও মিলবে একই পর্যায়ের কার্যকরী সেবা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য