Friday, November 22, 2024
বাড়িপ্রযুক্তিএবার ফোনে গোপনতাবান্ধব পরিবর্তন আনছে গুগলও

এবার ফোনে গোপনতাবান্ধব পরিবর্তন আনছে গুগলও

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি। ক্রোম ব্রাউজারের মাধ্যমে তথ্য সংগ্রহ বা ডেটা ট্র্যাকিং কমিয়ে আনতে গুগলের পরিকল্পনা এবার প্রয়োগ হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড-ভিত্তিক স্মার্টফোন অ্যাপ্লিকেশনেও।ডেটা শেয়ারিং কমিয়ে আনার এই পরিকল্পনাটিকে গুগল বলছে ‘প্রাইভেসি স্যান্ডবক্স’। এর লক্ষ্য হলো, বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর যে পরিমাণ ডেটা সংগ্রহ করতে পারে তা হ্রাস করা।

বাজারে দুটি অপারেটিং সিস্টেমের স্মার্টফোন পাওয়া যায়। এর মধ্যে অ্যান্ড্রয়েডের নির্মাতা গুগল এবং আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস-এর নির্মাতা অ্যাপল। অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেমে ডেটা ট্র্যাক করার ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে অনুমতি নিতে বাধ্য করে।এই সিদ্ধান্ত মেটার মতো প্রতিষ্ঠানকে সরাসরি আঘাত করবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। এই প্রতিষ্ঠানগুলো ডেটা ট্র্যাক করার জন্য মোবাইল অ্যাপে তাদের কোড যোগ করে।

সহজ ভাষায়, ফোনে নিজেদের বিজ্ঞাপনী কোড রাখার বেলায় অ্যাপল নতুন নিয়ম চালু করেছে যাতে প্রতিবার এই কোড রাখার বেলায় মোবাইল ফোন ব্যাবহারকারীর অনুমতি নিতে হয় এবং প্রায় সব ব্যবহারকারীই ওই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। এখন গুগল বলছে তারাও ওই একই পথে হাঁটছে।

ফেইসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা বলছে, অ্যাপলের পরিবর্তনের জন্য তাদের বছরে প্রায় এক হাজার কোটি ডলারের আয় কমে যাবে। স্মার্টফোন বাজারে অ্যাপলের দখল শতকরা প্রায় ১৫ ভাগ। বাকি ৮৫ ভাগ বাজার অ্যান্ড্রয়েডের দখলে।‘কুকি’ নামে তৃতীয় পক্ষীয় একটি প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করে থাকে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলো। গুগল আগেই বলছে, তারা ২০২৩ সালের মধ্যে ব্রাউজারে কুকি ব্যবহার থেকে সরে আসবে। আর গুগলের নতুন ঘোষণা হলো, ওই একই নীতিমালা গুগল প্রয়োগ করবে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপের বেলাতেও। ‘প্রাইভেসি স্যান্ডবক্স’ নামের ওই প্রকল্পের ফলে অ্যান্ড্রয়েড ফোনে একই অনুমতি সকল অ্রাপের জন্য ব্যবহারের পথ বন্ধ হবে।”আমরা এমন প্রযুক্তিও খুঁজছি যা গোপন তথ্য সংগ্রহের সম্ভাবনা কমিয়ে আনে। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন এসডিকে (সফটওয়্যার ডেভেলপার কিট) এর সঙ্গে অ্যাপগুলোর যোগাযোগের নিরাপদ উপায় বের করা।”তবে, গুগল এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেনি।গোপনতা বান্ধব ব্যবস্থায় যেতে গুগলের উদ্যোগটির ওপর নজর রাখছে যুক্তরাজ্যের ‘কম্পিটিশনস মার্কেট অথরিটি’। গুগল যদি ব্রাউজারে গোপনতা বাড়ানোর উদ্যোগটি অ্যান্ড্রয়েড অ্যাপ পর্যন্ত নিয়ে যায়, তবে সংস্থাটির বক্তব্য হলো, “আমরা এর ওপরও কাছ থেকে নজর রাখবো এবং এর বিস্তারিত বিষয়াদি সম্পর্কে গুগলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবো।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য