Thursday, July 3, 2025
বাড়িপ্রযুক্তিশীঘ্রই নিজের ফ্রি ব্যাকআপ চ্যাট পরিষেবা বন্ধ করতে চলেছে হোয়াটস্যাপ

শীঘ্রই নিজের ফ্রি ব্যাকআপ চ্যাট পরিষেবা বন্ধ করতে চলেছে হোয়াটস্যাপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : শেষ হতে চলেছে ফ্রি হোয়াটস্যাপ চ্যাট ব্যাকাপের সময়সীমা। চলতি বছর থেকে  গুগল ড্রাইভেই সেভ থাকবে WhatsApp ডেটা।  আগামী কয়েক মাসের মধ্যেই নিজের চ্যাট  ফ্রি ব্যাক আপ রাখা বন্ধ করে রেখে দেবে হোয়াটস্যাপ। এতিমধ্যেই এই খবর জানতে পেরেগিয়েছেন হোয়াটস্যাপ বিটা ব্যবহারকারীর একাংশ।

হোয়াটস্যাপে একটি স্টোরেজ রিভিউ বিকল্প থাকবে যা ব্যবহারকারীদের তাদের হোয়াটস্যাপ ডেটা ইতিমধ্যে কতটা স্টোরেজ ব্যবহার করছে তা জানিয়ে দেবে। হোয়াটস্যাপে করা চ্যাটগুলি গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ নিতে না চান তবে আপনি হোয়াটস্যাপ চ্যাট ট্রান্সফার সরঞ্জামটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে চ্যাটগুলি স্থানান্তর করতে পারবেন।

হোয়াটস্যাপ জানিয়েছে যে নতুন পরিবর্তনগুলি ২০২৪ সাল থেকে সমস্ত ব্যবহারকারীর জন্য চালু হবে এবং সংস্থাটি হোয়াটস্যাপ সেটিংস> চ্যাট > চ্যাট ব্যাকআপে একটি বিজ্ঞাপন দিয়ে ব্যবহারকারীদের ৩০ দিন আগে থেকে চ্যাট ব্যাকআপ করার কথা অবহিত করিয়ে দেবে।

অন্যদিকে যে ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্টে তাদের হোয়াটস্যাপ চ্যাট সংরক্ষণ করতে আগ্রহী নন তারা নতুন অ্যান্ড্রয়েড কেনার পরে হোয়াটস্যাপ চ্যাট ট্রান্সফার অপশনটি ব্যবহার করতে পারেন।

এটি লক্ষণীয় যে এই  নতুন পরিবর্তনগুলি কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরই প্রভাবিত করবে, যেহেতু হোয়াটস্যাপ আইওএসে বিনামূল্যে স্টোরেজ সরবরাহ করে না। উপরন্তু, অ্যাপল তার নন-পেইড

ব্যবহারকারীদের জন্য কেবল ৫ গিগাবাইট বিনামূল্যে স্টোরেজ সরবরাহ করে। তাই বদলে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই প্রভাবিত হবেন।

WhatsApp বা Google এই পরিবর্তনগুলির কারণ জানায়নি, তবে সম্ভবত পরবর্তীতে আর বিনামূল্যে WhatsApp ব্যবহার করা বা বিনামূল্যে WhatsApp স্টোরেজ ব্যবহার করা যাবে না। প্রত্যেকের গুরুত্বপূর্ণ ডেটা গুগল ড্রাইভে সেভ করা থাকবে। এবং ১৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি স্টোরেজ ব্যবহার করার পরে একটি নির্দিষ্ট টাকা জমা দিয়ে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে।

নিজের পেইড পরিষেবাগুলি যাতে প্রত্যেকে ব্যবহার করে তার জন্যই চাপ দিচ্ছে গুগুল। গুগুলের পেইড পরিষেবা ব্যবহার করলে ১০০ গিগাবাইট পর্যন্ত ক্লাউড স্টোরেজ এবং অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!