Friday, March 29, 2024
বাড়িপ্রযুক্তিম্যাকওএস ও উইন্ডোজে আসছে হোয়াটসঅ্যাপের নতুন অ্যাপ

ম্যাকওএস ও উইন্ডোজে আসছে হোয়াটসঅ্যাপের নতুন অ্যাপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর। ম্যাকওএস ও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কয়েকটি নতুন অ্যাপ তৈরি করছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।

ইতালিয়ান ব্লগ আগিরোনামেনতি লুমিয়া’র বরাত দিয়ে ডব্লিউএবেটাইনফো’তে প্রকাশিত প্রতিবেদন বলছে, উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ তৈরি করছে হোয়াটসঅ্যাপ। এটি একদম গোড়া থেকে গড়ে তোলা ‘ইউনিভার্সাল উইন্ডোজ অ্যাপ’ হবে বলেও উল্লেখ রয়েছে ব্লগটিতে।

অ্যাপে দেখা মিলবে ড্রইং ফিচারের যা বিশেষভাবে টাচস্ক্রিনে ডিসপ্লে সম্বলিত ডিভাইসে ব্যবহার করা যাবে। অ্যাপটি দেখতে অনেকটা স্কাইপের মতো হবে। সবমিলিয়ে সেটিংয়ে ছয়টি শ্রেণী থাকবে – জেনারেল, অ্যাকাউন্ট, চ্যাটস, নোটিফিকেশনস, স্টোরেজ এবং হেল্প।

অন্যদিকে, ম্যাকওএসের জন্য হোয়াটসঅ্যাপের যে নতুন সংস্করণটি আসছে তা দেখতে হুবহু আইপ্যাডওএস সংস্করণের মতো হবে।

এগুলো বাদেও নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ওই ফিচারের বদৌলতে সুনির্দিষ্ট মানুষের কাছ থেকে ব্যবহারকারীরা নিজেদের ‘লাস্ট সিন’ স্ট্যাটাস গোপন রাখতে পারবেন। গত কয়েক মাস ধরেই এটি নিয়ে কাজ চলছে। এখন বেটা কর্মসূচীর অংশবিশেষের জন্যই কেবল উন্মুক্ত রয়েছে ফিচারটি।

শিগগিরই হয়তো সব বেটা ব্যবহারকারীর জন্য ফিচারটিকে আসবে। তারপর পর্যায়ক্রমে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই পাবেন এটি।

ফিচারটিতে ব্যবহারকারীর ‘লাস্ট সিন’ স্ট্যাটাস কনট্যাক্ট তালিকার সবাই-ই দেখতে পাবেন, শুধু কালো তালিকাভুক্ত করে রাখা সুনির্দিষ্ট কয়েকজন ছাড়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য