Friday, March 29, 2024
বাড়িখেলাপরিত্যক্ত হলেও সদর-বিশালগড় শেষ আটে

পরিত্যক্ত হলেও সদর-বিশালগড় শেষ আটে

ক্রীড়া প্রতিনিধি ।। সদর ও বিশালগড়ের ম্যাচ পরিত্যক্ত। বৃষ্টি যেন পুরো টুর্নামেন্টের চেহারাটাই পাল্টে দিচ্ছে। খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে। গ্রুপ সি-এর ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়নের হবে কোন দল এটাই এম্যাচে নির্ণয় হতো। কিন্তু বৃষ্টি এবং মন্দ পরিস্থিতিতে শেষ পর্যন্ত ম্যাচটাকেই পরিত্যক্ত ঘোষণা করতে হয়। খেলা হয়েছে তবে সারাদিনে বৃষ্টির ফাঁকে সাকুল্যে ৩৪ ওভার।

প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর খেলা শুরুতে প্রথমেই ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ৩২ করা হয়েছিল। বৃহস্পতিবার টস জিতে বিশালগড় প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সদরকে আমন্ত্রণ জানায় প্রথমে ব্যাটিং করার জন্য। সীমিত ৩২ ওভারে সদর ১৮৯ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে কৌশল আচার্যের ৪৩, অর্জুন দেবনাথের ৩২ এবং বিশাল ঘোষের ২৫ রান উল্লেখযোগ্য। বিশালগড়ের বোলার আকাশ দাস এবং লক্ষণ পাল দুটি করে উইকেট পেয়েছে। তাপস মন্ডল ও জয়দেব দেব পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বিশালগড় দুই ওভার খেলে বিনা উইকেটে ১০ রান সংগ্রহ করতেই ম্যাচ পড়ে যায় বৃষ্টির কবলে। অনুকূল পরিস্থিতির আর দেখা মিলেনি। অবশেষে ম্যাচ পরিত্যক্ত হয়। দু’দল ২-২ করে পয়েন্ট ভাগ করে পেয়েছে। সদর গ্রুপ লীগের তিন ম্যাচ থেকে ১০ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি নিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেয়েছে। বিশালগড় তিন ম্যাচ  থেকে ৮ পয়েন্ট পেয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেছে। যদিও সি-গ্রুপে তেলিয়ামুড়া ও বিলোনিয়ার একটি নিয়ম রক্ষার ম্যাচ রয়েছে আজ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য