স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : বিদ্যুৎ নিগমে ঘুঘুর কান্ড। সঠিক ভাবে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে না পারার পেছনে মূলত ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজারদের গাফিলতি বলে মনে করেছে বিদ্যুৎ নিগম। সঠিকভাবে মানুষকে সচেতন করতে না পারার কারণে সরকারি রাজস্ব ক্ষেত্রে অনেকটাই ক্ষতি হয়েছে।
তাই এপ্রিল মাসের বেতন থেকে ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজারদের ৪০ শতাংশ অর্থ রাশি কেটে নেওয়া হয়েছে বলে জানা যায়। এতে নিগমের চলছে বিদ্রোহ। বৃহস্পতিবার পাওয়ার ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরা বিদ্যুৎ নিগমে ডেপুটেশন প্রদান করে দায়িত্বপ্রাপ্ত এম ডি সাথে কথা বলেন এক প্রতিনিধি দল। ৪০ শতাংশ অর্থ রাশি বেতন থেকে কেটে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। সমস্যা সমাধানের জন্য দাবি জানান প্রতিনিধি দলে উপস্থিত সংগঠনের সভাপতি কৃষ্ণপদ সরকার, সাধারণ সম্পাদক সৌরোজ চক্রবর্তী সহ অন্যান্যরা।