Monday, February 10, 2025
বাড়িখেলাঅনূর্ধ্ব-১৪ রাজ্য ক্রিকেটে ওয়েস্ট জোন অপরাজিত চ্যাম্পিয়ন

অনূর্ধ্ব-১৪ রাজ্য ক্রিকেটে ওয়েস্ট জোন অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি ।। অপরাজিত চ্যাম্পিয়ন পশ্চিম জোন। প্রত্যাশিতভাবেই পশ্চিম জোন ফাইনাল ম্যাচে জয়ের হাসি হাসলো। এই জয়ের সুবাদে পশ্চিম জোন অপরাজিত চ্যাম্পিয়নের খেতাব পেলো। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৪ রাজ্যভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা শনিবার অনুষ্ঠিত হয়।

এতে পশ্চিম জোন ৮ উইকেটের বড় ব্যবধানে দক্ষিণ জোনকে পরাজিত করেছে। বলে যেমন, ব্যাটেও তেমন, পশ্চিম জোনের দেবজ্যোতি একাই দক্ষিণ জোনের বয়াটসম্যানদের নাস্তানাবুদ করে ছেড়েছে। স্থানীয় এমবিবি স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে টস জিতে দক্ষিণ জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে আফতাব চৌধুরী একাই পুরো দলটাকে দায়িত্ব নিয়ে টেনে তুলে। ৯৩ বল খেলে ৭টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে আফতাব একাই দলের জন্য ৭১ রান সংগ্রহ করে দেয়। সতীর্থ শ্রীমান দেবনাথ (১৩) কিছুটা রান সংগ্রহের দায়িত্বের কথা মনে করালেও অন্যদের কেউ যেন দাঁড়াতেই পারেনি। পশ্চিম জোনের দেবজ্যোতি পাল একাই পাঁচটি উইকেট তুলে নেয় ১৯ রানের বিনিময়ে। এছাড়া, তন্ময় সরকার ১৪ রানে দুইটি এবং রিয়াদ হোসেন একটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে ১১৫ রানের টার্গেটে পশ্চিম জোন অনেকটা হেসেখেলেই জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। ৩২.৩ ওভার খেলে ২ উইকেট হারিয়েই পশ্চিম জোন জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে দেবজ্যোতি পাল দুর্দান্ত খেলে অপরাজিত ৫৬ রান সংগ্রহ করে দলকে সহজ জয় এনে দেয়। এছাড়া, অধিনায়ক বেদব্রত ভট্টাচার্যের অপরাজিত ২৪ এবং রিয়াদ হোসেনের ১৫ রান উল্লেখ করার মতো। দক্ষিণ জোনের মানিক সরকার ও রবি কুমার নোয়াতিয়া একটি করে উইকেট পেয়েছে। বলে ও ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্স তথা অলরাউন্ডার প্রতিভার সৌজন্যে দেবজ্যোতি পাল পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য