স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ ফেব্রুয়ারি : বাংলাদেশকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। একদিকে বল হাতে মহম্মদ শামির পঞ্চবাণ, তো অন্যদিকে শুভমানের বিধ্বংসী সেঞ্চুরি। ভারতের জয়ের সঙ্গে অবশ্য আরও একটি বিষয়ও আলোচনায়। তা হল, দুদল মিলিয়ে তিন-তিনটে সহজ ক্যাচ ফেলেছে। যদিও তথ্য বলছে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যাচ পড়ার ইতিহাস নতুন কিছু নয়। কিন্তু কেন এত ক্যাচ পড়ে এই স্টেডিয়ামে?
বাংলাদেশের প্রথমে ব্যাটিংয়ে দুটি ক্যাচ ফেলেন রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়া। পরে ভারত রান তাড়া করার সময় কেএল রাহুলের ক্যাচ ফেলেন জাকের আলি। দুবাই স্টেডিয়ামে (Dubai International Stadium) ক্যাচ পড়ার ঘটনা নতুন কিছু নয়। তার কারণ হিসেবে ধরা হয়, এই স্টেডিয়ামের আলোর ব্যবস্থা। যে কারণে এই স্টেডিয়ামকে ‘রিং অফ ফায়ার’ বা ‘আগুনের আংটি’ বলা হয়। সাধারণত স্টেডিয়ামে আলোর জন্য টাওয়ার বসানো হয়। কিন্তু দুবাই স্টেডিয়াম অন্যরকম। এর ছাদ জুড়ে ৩৫০টি আলো বসানো আছে। আর উঁচু ক্যাচের ক্ষেত্রে সেটা সমস্যা হয়ে দাঁড়ায়।
যেটা দেখা গিয়েছিল গত বছর অক্টোবরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচই ছিল দুবাইয়ে। আর সেই ২০টি ম্যাচে পড়েছিল মোট ৮৮টি ক্যাচ। তার মধ্যে পাকিস্তান এক ম্যাচে ফেলেছিল আটটি ক্যাচ। এর আগে আইপিএলে পড়েছে মোট ৯৩টি ক্যাচ। যা নিয়ে ভারতের মহিলা দলের প্রাক্তন ফিল্ডিং কোচ বিজু জর্জ বলছেন, “স্টেডিয়ামের ছাদে আলো গোল করে বসানো থাকে। যে কারণে উঁচু ক্যাচ ধরতে সমস্যা হয়। যদি পাঁচ-ছয়টা ফ্লাডলাইট থাকত, তাহলে এমন জায়গা থাকে, যেখানে আলোয় সমস্যা হয় না। কিন্তু এখানে এত আলো, বল মাঝেমধ্যে দেখা যায় না।”
তবে বিষয়টি হল, ভারত দুটি ক্যাচই ফেলেছে দিনের আলোয়। বিশেষ করে রোহিতের ক্যাচটি ছিল স্লিপে। ফলে এখানে ‘রিং অফ ফায়ার’ বা ‘আগুনের আংটি’কে যুক্তি হিসেবে তুলে ধরে লাভ নেই। ফলে পাক ম্যাচের আগে ফিল্ডিং নিয়ে আরও সাবধানতার জায়গা আছে টিম ইন্ডিয়ার।