স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ ফেব্রুয়ারি : দীর্ঘ প্রতীক্ষার শেষে বিরাট কোহলির ফর্ম। শুভমান গিলের সেঞ্চুরি। শ্রেয়স আইয়ারের টানা রান পাওয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়াকে স্বস্তি দিল ব্যাটারদের ফর্ম। প্রথমে ব্যাট করতে নেমে সাড়ে তিনশোর গণ্ডি টপকাল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ব্যাটারদের ফর্ম দেখে চওড়া হাসি ফুটবে কোচ গৌতম গম্ভীরের মুখেও।
পরপর দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছিল মেন ইন ব্লু। আহমেদাবাদের ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ড্রেস রিহার্সাল। নিয়মরক্ষার ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়াই লক্ষ্য ছিল রোহিত শর্মাদের। তবে ভারত অধিনায়ক গত ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করলে এদিন মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়কের ব্যর্থতা অবশ্য ঢেকে দিয়েছেন দলের বাকি ব্যাটাররা। ওপেন করতে নেমে ১০২ বলে ১১২ রান করেন শুভমান। ২০২৩-এর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরির ১৬ মাস পরে সেঞ্চুরি এল ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্সে’র ব্যাট থেকে।
দীর্ঘদিন পরে চেনা ফর্মে ফেরার ইঙ্গিত মিলল বিরাটের থেকেও। টেস্টে তাঁর ব্যাটিংয়ের মধ্যে যে অতি সাবধানতা দেখা গিয়েছিল, এদিনের ইনিংসে তা একেবারেই উধাও। সাবলীল ভঙ্গিতেই ব্যাট করলেন তিনি। তবে ৫৫ বলে ৫২ রানে থামল কোহলির ইনিংস। ভারতের রানের গতি এগিয়ে নিয়ে যান শ্রেয়স। চলতি সিরিজে দুরন্ত ফর্মে থাকা মুম্বইকর এদিন ৬৪ বলে ৭৮ রান করেন। ২৯ বলে ৪০ রান আসে কে এল রাহুলের ব্যাট থেকেও।