স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ ফেব্রুয়ারি : গোপন খবরের ভিত্তিতে জিরানিয়া রেল স্ট্রেশন এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক আটক হয়। জিরানিয়া থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে কিছু অবৈধ ডকুমেন্ট উদ্ধার করে। জিরানিয়া থানার ওসি রাজু দত্ত জানান, মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে জিরানিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে ওপার থেকে ভারতে প্রবেশ করার দায়ে এক বাংলাদেশী নাগরিককে আটক করলো জিরানিয়া থানার পুলিশ। তার নাম বিশ্বজিৎ দাস।
ধৃত এই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া যায়। সেই সমস্ত নথিপত্র গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সবগুলিই জাল। এর আগেও এই বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে। কাজ শেষ করে পুনরায় বাংলাদেশে চলে গিয়েছিল। খোয়াই সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল বলে জানান জিরানিয়া থানার ভারপ্রাপ্ত ওসি।