স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ নভেম্বর: সান সিরোয় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে সিমোনে ইনজাগির দল। তাদের জয়ের নায়ক হাকান কালহানোগলু পেনাল্টি থেকে গোলটি করেন।পুরো ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। বিপরীতে, ইন্টার সাত শট নিয়ে ওই একটিই লক্ষ্যে রাখতে পারে। অবশ্য আক্রমণ বা শটের হিসেবে আর্সেনাল অনেক এগিয়ে থাকলেও, প্রতিপক্ষের জমাট রক্ষণ কম সময়ই ভাঙতে পেরেছে তারা।
প্রিমিয়ার লিগে আচমকা ব্যর্থতার গণ্ডিতে বন্দি হয়ে পড়া আর্সেনাল ইউরোপ সেরার লড়াইয়ে ঠিক পথেই এগিয়ে যাচ্ছিল। ড্রয়ে আসর শুরুর পরের দুই রাউন্ডেই জিতেছিল তারা, এবার এখানেও হেরে গেল দলটি।চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার শুরু করে ড্রয়ের মধ্য দিয়ে। তবে পরের তিন ম্যাচেই জিতল ইতালিয়ান ক্লাবটি। চার রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে দলটি।৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নেমে গেছে আর্সেনাল।
ম্যাচ শুরুর ৯০ সেকেন্ডের মাথায় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যায় ইন্টার। তবে ভাগ্য সহায় হয়নি তাদের; ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিসের দুর্দান্ত সাইড-ফুট শট ক্রসবারে বাধা পায়। পরের মিনিটে আবারও তারা প্রতিপক্ষের রক্ষণে হানা দেয়। এবার কালহানোগলুর দূর থেকে নেওয়া শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।প্রিমিয়ার লিগে গত তিন রাউন্ডে জয়শূন্য (দুই হারের মাঝে একটি ড্র) আর্সেনালকে প্রথম ১৫ মিনিটে এলোমেলো দেখা যায়। ধীরে ধীরে গুছিয়ে উঠে টানা আক্রমণ শুরু করে তারা।
প্রথমার্ধে সাতটি কর্নার আদায় করে নেয় আর্সেনাল, ইন্টার পায়নি একটিও। গোলের জন্য সাতটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। কিন্তু বিরতির ঠিক আগে বদলে যায় চিত্রপট।আর্সেনালের বক্সে তাদের মিডফিল্ডার মিকেল মেরিনোর হাতে বল লাগলে পেনাল্টি পায় ইন্টার। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন তুর্কি মিডফিল্ডার কালহানোগলু।এবারের চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের জালে এটাই প্রথম গোল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারীরা। আরও ধার বাড়াতে এই অর্ধের শুরুতেই মিডফিল্ডার মেরিনোকে তুলে স্ট্রাইকার গাব্রিয়েল জেসুসকে নামান আর্সেনাল কোচ। আর ইন্টার ছিল ঘর সামলানোয় মনোযোগী।৫৭তম মিনিটে সাকার কাছ থেকে নেওয়া হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার দুই মিনিটের মধ্যে সেরা সুযোগটি তৈরি করে আর্সেনাল; কাই হাভার্টজের বাঁকানো শটে বল দূরের পোস্ট দিয়ে জালে জড়াতে পারতো, এক হাতে দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক ইয়ান সমের।
৭৫তম মিনিটে আরও একবার গোল পাওয়ার খুব কাছাকাছি যায় আর্সেনাল। এবার পেনাল্টির স্পটের কাছে ফাঁকায় বল পান হাভার্টজ; কিন্তু ঠিকঠাক শট নিতে পারেননি তিনি, কোনোমতে পা বাড়িয়ে ঠেকিয়ে দেন ডিফেন্ডার ইয়ান বিসেক।যোগ করা সময়ে চোট পেয়ে মাঠ ছাড়েন হাভার্টজ, তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা মার্টিন ওডেগোর। তবে অল্প সময়ে অধিনায়ক পারেননি বিশেষ কিছু করে দলের হার এড়াতে।
পিএসজির মাঠে আতলেতিকোর নাটকীয় জয়
ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরির গোলে ম্যাচের চতুর্দশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। তবে চার মিনিট পরই নাহুয়েল মোলিনার গোলে সমতায় ফেরে আতলেতিকো মাদ্রিদ।
নির্ধারিত সময়ে আর কেউ জালের দেখা না পাওয়ায়, ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। তবে শেষ দিকে ব্যবধান গড়ে দেন আনহেল কোররেয়া। ২-১ গোলের অসাধারণ এক জয়ের উল্লাসে মাতে স্প্যানিশ ক্লাবটি।আসরে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল আতলেতিকো। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা ২৩ নম্বরে উঠেছে।৪ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে পিএসজি।