স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ নভেম্বর: ম্যাচের শুরুর দিকেই এক সমর্থকের অসুস্থতার খবর জেনে ম্যাচের উচ্ছ্বাসে লাগাম টানেন বায়ার্নের সমর্থকেরা। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে বুধবার বায়ার্ন মিউনিখ ১-০ গোলে হারায় বেনফিকাকে। ম্যাচের পর জানা যায়, হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন ওই সমর্থক।ম্যাচের শুরুটা ছিল স্বাভাবিকভাবেই। তবে খেলা শুরুর কয়েক মিনিট পরই জানা যায়, জরুরি চিকিৎসার প্রয়োজন পড়েছে একজন সমর্থকের। প্যারামেডিকস ও পুলিশ সদস্যরা এগিয়ে যান দ্রুত।
বায়ার্নের সমর্থকগোষ্ঠি ক্লাব এনআর ১২ জানায়, অন্যান্য ম্যাচের মতো স্বাভাবিক উচ্ছ্বাস তারা প্রকাশ করবেন না, কারণ খেলার আগে আসে জীবন। ওই সমর্থকের পরিবারে প্রতি সমবেদনাও জানায় তারা।অসুস্থ সমর্থককে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় আধ ঘণ্টা পরে। ততক্ষণ পর্যন্ত গ্যালারিতে সমর্থকেরা গান গাননি বা চিৎকার করেননি। পরে কণ্ঠের আওয়াজ তোলা হলেও তা ছিল স্বাভাবিকের তুলনায় কম।
বায়ার্ন মিউনিখ পরে বিবৃতিতে জানায়, ম্যাচ শেষ হোয়ার ঘণ্টাখানেক পরে তারা জানতে পারে, হাসপাতালে নেওয়ার পথে দুনিয়া ছেড়ে গেছেন ওই সমর্থক। তার পরিবার ও স্বজনদের শোকে নিজেরাও অংশ হওয়ার কথা জানায় ক্লাব।৬৭তম মিনিটে জামাল মুসিয়ালার হেডে ম্যাচের একমাত্র গোলটি হয়। তখন উল্লাস-উদাযাপন হয়েছে। তবে বাকি সময়টায় আবহ ছিল ম্লান।