Tuesday, December 3, 2024
বাড়িখেলাঅন্তত ১ মাসের জন্য মাঠের বাইরে নেইমার

অন্তত ১ মাসের জন্য মাঠের বাইরে নেইমার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ নভেম্বর:  হাঁটুর গুরুতর চোটে এক বছর বাইরে থাকার পর সপ্তাহ দুয়েক আগে মাঠে ফেরেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গত সোমবার ইরানের ক্লাব এস্তেগলালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নামেন তিনি। কিন্তু পায়ে টান লাগায় ২৯ মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে।সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল হিলাল বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে, স্ক্যানে ৩২ বছর বয়সী তারকার হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে।

“তিনি চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, তাতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।”গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। পরে অস্ত্রোপচার করাতে হয় তার।পিএসজি থেকে ২০২৩ সালের অগাস্টে আল হিলালে যোগ দিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলতে পেরেছেন কেবল সাতটি ম্যাচ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য