স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ অক্টোবর: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া, স্প্যানিশ ক্লাবটির হয়ে অন্য গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি।গত ৩১ অগাস্টের আগে পেশাদার ফুটবলে কোনো হ্যাটট্রিক ছিল না রাফিনিয়ার। সেদিন রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৭-০ ব্যবধানের জয়ে তিন গোল করে পান অনির্বচনীয় স্বাদ। লা লিগার পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও পেয়ে গেলেন হ্যাটট্রিক।
বায়ার্নের বিপক্ষে প্রায় এক দশকের মধ্যে বার্সেলোনার প্রথম জয়ে সবচেয়ে বড় অবদান রাফিনিয়ারই। চোটের জন্য গোলরক্ষক ও অধিনায়ক মার্ক-আন্ড্রে টের স্টেগেন লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার পর মাঠে ভেতরে-বাইরে ব্রাজিলিয়ান তারকাই নেতৃত্ব দিচ্ছেন দলকে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তাকে প্রশংসায় ভাসালেন বার্নেলোনা কোচ ফ্লিক।
“একটা দল কীভাবে কাজ করবে, সেটাতে একজন খেলোয়াড় কী প্রভাব রাখতে পারে এর ভালো একটি উদাহারণ হলো রাফিনিয়া। অনুশীলন ও ম্যাচে সব সময়ই তার মনোভাব ভালো। প্রতি আক্রমণে সে যেভাবে প্রতিপক্ষকে চাপে ফেলে, এর জন্যও সে আমাদের দলে খুব গুরুত্বপূর্ণ। সে যেভাবে গোলের জন্য প্রস্তুতি নেয়, বলে তার দারুণ গতিও একটা কারণ। সে অসাধারণ এক ম্যাচ খেলেছে।”
“আক্রমণ ও রক্ষণে তার গতি এবং তার ভালো কৌশল অসাধারণ। আমি কখনও তার মতো খেলোয়াড় পাইনি এবং সে আমাদের অনেক সহায়তা করে।”লা লিগায় এখন পর্যন্ত ৫ গোল করেছেন রাফিনিয়া, সঙ্গে আছে ৫ অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে ৪ গোল করে আছেন সর্বোচ্চ গোলদাতাদের তালিকার দুই নম্বরে। ইউরোপ সেরার মঞ্চে তার অ্যাসিস্ট একটি।