Thursday, December 26, 2024
বাড়িখেলাবায়ার্নকে উড়িয়ে বার্সা কোচ বললেন, ‘এই জয় অবিশ্বাস‍্য’

বায়ার্নকে উড়িয়ে বার্সা কোচ বললেন, ‘এই জয় অবিশ্বাস‍্য’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ অক্টোবর: চ‍্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। জার্মানির সফলতম দলটির বিপক্ষে সাড়ে নয় বছরের মধ‍্যে এটাই তাদের প্রথম জয়। এবার তাদের লড়াই চির প্রতিদ্বন্দ্বী রেয়ালের বিপক্ষে, যাদের বিপক্ষে হেরেছে সবশেষ চার ম‍্যাচে।সান্তিয়াগো বের্নাবেউয়ে ওই লড়াইয়ের আগে মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষায় উতরে যাওয়ার খুশিতে উড়ছেন ফ্লিক।

“এই জয় অবিশ্বাস‍্য। বায়ার্ন অসাধারণ এক দল, যাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে। যারা জানে কীভাবে খুব ভালো ফুটবল খেলতে হয়, কীভাবে আপনি তাদের খেলতে দেখতে চান। আর অবশ‍্যই যখন আপনি এই ধরনের ম‍্যাচ জিতবেন, সেটাকে উদযাপন করতে হবে। এই জয় আগামী শনিবারের আসন্ন ম‍্যাচের জন‍্য নিজেদের মানের উপর বিশ্বাস রাখার আত্মবিশ্বাস যোগাবে।”

“আমাদের দল যে মান দেখাচ্ছে তাতে আমরা অনেক বড় কিছু অর্জন করতে পারি। আমরা অনেক সাহস নিয়ে খেলছি যে কারণে আমি খুব খুশি। এই দল শিখতে চায় এবং যে ব‍্যাপারগুলোতে আমরা ভালো করিনি, সেখান থেকেও শিখব।”আগামী শনিবার লা লিগার ম‍্যাচে রেয়ালের মাঠে খেলবে বার্সেলোনা। বহুল প্রতীক্ষিত লড়াইয়ের আগে একদিন কম বিশ্রাম পাওয়াটা একটু হলেও ভাবাচ্ছে বার্সেলোনা কোচকে।“ক্লাসিকোর জন‍্য প্রস্তুত হতে আমরা রেয়াল মাদ্রিদের চেয়ে একদিন কম সময় পাব। তবে এই ম‍্যাচে সব খেলোয়াড়ই খেলতে চায়। আমরা ভালোভাবে প্রস্তুতি নেব এবং তৈরি থাকব।”

লা লিগায় ১০ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেয়াল। ঘরের মাঠে হার এড়াতে পারলে লা লিগায় টানা সবচেয়ে বেশি ম‍্যাচে অপরাজিত থাকার রেকর্ডে বার্সেলোনাকে স্পর্শ করবে রেয়াল।২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত ৪৩ ম‍্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা। গত বছর সেপ্টম্বরে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর থেকে ৪২ ম‍্যাচ ধরে অপরাজিত কার্লো আনচেলত্তির রেয়াল।

গত বছর তাদের বিপক্ষে সব দেখায় হারের পর এবার জিততে মরিয়া বার্সেলোনা। যারা বায়ার্নের বিপক্ষে হেরেছিল টানা ছয় ম‍্যাচে। এই সময়ে চার গোল দিয়ে তারা হজম করেছিল ২২টি। যার মধ‍্যে আছে চার বছর আগে চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ৮-২ ব‍্যবধানের বিব্রতকর পরাজয়ও। সেই দুঃস্বপ্ন কিছুটা হলেও ভুলতে পারার মতোই ফুটবল এবার উপহার দিয়েছে ফ্লিকের বার্সেলোনা। তাদের সামনে এবার রেয়ালের অজেয় যাত্রা থামানোর চ‍্যালেঞ্জ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য