Thursday, November 14, 2024
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের, স্টারমারের প্রত্যাখ্যান

যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের, স্টারমারের প্রত্যাখ্যান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ অক্টোবর: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘নির্লজ্জ বিদেশি হস্তক্ষেপের’ অভিযোগ করেছে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের জন্য ৫ নভেম্বরের নির্বাচনি প্রচারে সহায়তা করতে কিছু ব্রিটিশ স্বেচ্ছাসেবক যুক্তরাষ্ট্র ভ্রমণ করার পর এই অভিযোগ উঠেছে।ট্রাম্পের প্রচারশিবির ওয়াশিংটনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে একটি অভিযোগ দায়ের করেছে। হ্যারিসের প্রচার শিবিরে যুক্তরাজ্যের লেবার পার্টির দৃশ্যত অবৈধ অবদানের অভিযোগে তারা বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমন অভিযোগ নাকচ করেছেন এবং তার দল ভুল কিছু করেনি বলে দাবি করেছেন।

নির্বাচনের আগে ব্রিটিশ রাজনৈতিক স্বেচ্ছাসেবকরা মধ্য-বাম লেবার পার্টির কর্মীদের নিয়ে প্রায়ই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে থাকে। লেবার পার্টি সাধারণত যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের সমর্থক। এই দলকে সিস্টার পার্টি হিসাবেই দেখে তারা। আর যুক্তরাজ্যের কনজারভেটিভরা সমর্থন করে যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদেরকে।ডেমোক্র্যাটিকদেরকে সমর্থনকারী লেবার পার্টি গত জুলাইয়ে যুক্তরাজ্যের নির্বাচনে জয়ী হয়েছে এবং দলের নেতা কিয়ার স্টারমার হয়েছেন প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, নির্বাচনে জয়ের পর সম্পতি কয়েকমাসে লেবার পার্টির কয়েকজন ঊর্ধ্বতন উপদেষ্টা ডেমোক্র্যাটিক কৌশলবিদদের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

ট্রাম্প শিবির গণমাধ্যমের খবরের উদ্ধৃতি এবং ঊর্ধ্বতন এক লেবার নেতার পোস্টের কথা উল্লেখ করে দিয়ে লেবার পার্টির বিরুদ্ধে অভিযোগ এনেছে। গণমাধ্যমের খবরে ঊর্ধ্বতন লেবার কর্মকর্তাদের সঙ্গে হ্যারিসের প্রচার শিবিরের বৈঠক হওয়া এবং হ্যারিসের জন্য লেবার পার্টির স্বেচ্ছাসেবক কর্মীরা মাঠ পর্যায়ে প্রচার চালাচ্ছে বলে জানানো হয়ওদিকে, লিংকডইনে এক পোস্টে লেবার পার্টির কার্যক্রম পরিচালনা প্রধান সোফিয়া প্যাটেল লিখেছিলেন, দলের প্রায় ১০০ বর্তমান ও সাবেক স্টাফ ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের নির্বাচনি প্রচারে সহায়তা করতে যুক্তরাষ্ট্রে যাবেন। বিরোধের সূত্রপাত হয় এই পোস্ট থেকেই। পরে পোস্টটি মুছে ফেলা হয়।

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার বলেছেন, তার দল ভুল কিছু করেনি। পার্টির সদস্যরা প্রায়ই যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে ডেমোক্র্যাটিকদেরকে সহায়তা করতে সেদেশে ভ্রমণ করে থাকে। তবে তিনি বলেন, এটি ছিল স্বেচ্ছাসেবী উদ্যোগ। দলের নেতৃত্ব এতে ছিল না। ফলে এতে যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ হওয়ার কোনও কারণ নেই।ব্রিটিশ পরিবেশমন্ত্রী স্টিভ রিড বিবিসি-কে বলেন, লেবার পার্টি এই স্বেচ্ছাসেবকদের এই ট্রিপ আয়োজন করেনি কিংবা তহবিলের ব্যবস্থা করেনি। ট্রাম্প শিবির যে অভিযোগ তুলেছে, তাতে ট্রাম্পের সঙ্গে সম্পর্কে কোনও অবনতি হওয়ার সম্ভাবনাও নাকচ করেছেন স্টারমার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য