স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ অক্টোবর: চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রেয়াল। গত আসরের ফাইনালে এই জার্মান দলকেই ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল তারা।চলতি মৌসুমে এখনও রেয়ালকে সেরা ফর্মে দেখা যায়নি। লা লিগায় তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ৩ পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে। আর ইউরোপ সেরা প্রতিযোগিতায় স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরুর পর গত রাউন্ডে লিলের মাঠে ১-০ ব্যবধানে হেরে যায় তারা। এবার তাই মাদ্রিদের দলটির সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই।গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে এমবাপের কাছে আরও গোলের দাবি জানিয়ে রাখলেন আনচেলত্তি।
“আমি চাই, এমবাপে গোল করুক। প্রতিপক্ষের ওপর চাপ দেওয়ার চেয়ে সে গোল করলেই আমি খুশি হব। মাঠে সেন্টার-ফরোয়ার্ডের ভূমিকা বদলে যায়নি। আমি তার কাছে সেটাই চাই, যা (রেয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার) করিম বেনজেমার কাছে চাইতাম।”“এমবাপেকে ঠিকমতো মাঠে পজিশন নিতে হবে এবং বল দখলে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণের সময় তাকে স্মার্ট হতে হবে।”গত জুনে পিএসজি ছেড়ে রেয়ালে যোগ দেওয়া এমবাপে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৮টি গোল করেছেন। গত শনিবার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ের পথে শুরুতে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নিয়েছিলেন বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড।