Friday, December 27, 2024
বাড়িখেলা‘প্ল্যান এ-বি-সি-ডি-ই’, পর্তুগাল কোচের সব পরিকল্পনা তার ফুটবলাররাই

‘প্ল্যান এ-বি-সি-ডি-ই’, পর্তুগাল কোচের সব পরিকল্পনা তার ফুটবলাররাই

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ অক্টোবর: বারবার প্রতিপক্ষের গোলমুখে হানা দিয়ে, ম্যাচুজুড়ে আক্রমণ শাণিয়েও লাভ হয়নি। গোল বের করতে পারেনি পর্তুগাল। ম্যাচ শেষে তাই প্রশ্নটা উঠে গেল, মূল পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর কোনো ‘প্ল্যান বি’ কি ছিল দলের? কোচ রবের্তো মার্তিনেসের উত্তর, এত প্রতিভাবান ফুটবলারে ঠাসা দলে বাড়তি পরিকল্পনার প্রয়োজন পড়ে না।উয়েফা নেশন্স লিগের ম্যাচে মঙ্গলবার স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে পর্তুগাল।

একটি পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে কোয়ার্টার-ফাইনালে ওঠার দুয়ারে পৌঁছে গেছে পর্তুগিজরা। তবে এ দিনের পারফরম্যান্সে প্রশ্ন তোলার অবকাশ আছে যথেষ্টই। ম্যাচের ৭০ শতাংশ সময় বল ছিল তাদের কাছে, সঠিক পাস ছিল ৯১ শতাংশ। কিন্তু স্কটিশদের জন্য খুব বিপজ্জনক তারা হতে পারেনি।স্কটল্যান্ড বেছে নিয়েছিল রক্ষণাত্মক খেলার কৌশল। তাদের জমাট ডিফেন্সে খুব একটা চিড় ধরাতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদোরা। ম্যাচে ১৪টি শট নিলেও লক্ষ্যে ছিল মোটে চারটি। সেগুলোও খুব কার্যকর হয়নি। আগের তিন ম্যাচে গোল করা রোনালদোও এ দিন ততটা জ্বলে উঠতে পারেননি।ম্যাচ শেষে পর্তুগাল কোচ মার্তিনেস মেনে নিলেন, আক্রমণে ধার কিছুটা কমতি ছিল তাদের।

 “যথেষ্ট তাড়না ছিল আমাদের। বল ছাড়া খুব ভালো কাজ করেছি আমরা। সেটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল। কারণ বল আমাদের কাছে বেশি থাকলেও গোল করার জন্য স্কটল্যান্ডকে খুব বেশি কিছু করতে হতো না। আমরা সেটা সামলেছি ভালোভাবেই। তবে আক্রমণভাগে আরেকটু তরতাজা থাকার দরকার ছিল আমাদের। খানিকটা জাদুকরি কিছুর প্রয়োজন ছিল।”সেখানে কোচের দায় কতটা, সেই প্রশ্নও উঠল। ‘প্ল্যান বি’ বলে কিছু কি ছিল পর্তুগালের? কোচের উত্তরে মিশে থাকল নিজ দলের ওপর আস্থা আর প্রতিপক্ষের প্রতি সম্মান।“আমাদের যত প্রতিভা আছে, আমাদের ফুটবলাররা, ওরাই প্ল্যান এ, বি, সি, ডি, ই…। ভেতরে অনেক ফুটবলার আছে আমাদের, বাইরেও আছে অনেক।”

“আমরা এমন এক দলের কথা বলছি (স্কটল্যান্ড), যারা কোনো ঝুঁকি নেয়নি ও খুব ভালোভাবে রক্ষণ সামলেছে। আমরা এমন এক দলের কথা বলছি (পর্তুগাল), যারা প্রতিপক্ষের গোলমুখে ৫৩ বার হানা দিয়েছে। স্কটল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে আমাদের। আমাদেরও কৃতিত্ব প্রাপ্য যে গোল হজম করিনি।”‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। পরের ম্যাচে ১৫ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে ড্র করতে পারলেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হবে তাদের। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য