স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ অক্টোবর: স্রেফ একটি পেনাল্টি গোল গড়ে দিয়েছে ব্যবধান। চাইলে আক্ষেপ-আফসোসের কথা বলা যায়। কিন্তু কার্লো আনচেলত্তির সাফ কথা, ‘আমি খুবই সৎ।’ তার সেই সৎ ভাবনার প্রতিফলন, এই ম্যাচে পরাজয়ের দায় সবটুকুই নিজেদের। কোনো অজুহাত খুঁজছেন না রেয়াল মাদ্রিদ কোচ। এই ম্যাচে দলের হার ও চারপাশের সমালোচনা, সবকিছুকেই তিনি আলিঙ্গন করে নিচ্ছেন দ্বিধা ছাড়াই।চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে চমকে দিয়েছে লিল। নিজেদের মাঠে বুধবার ফরাসি ক্লাবটি ১-০ গোলে হারিয়ে দেয় ইউরোপের বর্তমান সেরাদের।
প্রথমার্ধে রেয়ালের পারফরম্যান্স ছিল একদমই ছন্নছাড়া। সেভাবে গুছিয়েই নিতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে কিছুটা পরিকল্পনার ছাপ দেখা যায় তাদের পারফরম্যান্সে। শেষ দিকে অনেক চাপও তৈরি করে তারা। তবে বারবার পিছিয়ে পড়েও জয়ের অনেক নজির গলা দলটি এ দিন আর পারেনি কিছু করতে।স্মরণীয় জয় আদায় করে নেওয়া লিলকে প্রাপ্য কৃতিত্ব দিয়ে নিজেদের দায়ও তুলে ধরলেন আনচেলত্তি।“এই হার আমাদের প্রাপ্য ছিল। আজে সমালোচনা হওয়াটাই খুবই যৌক্তিক। আমি তা মেনে নিচ্ছি। সব দিক থেকে খুব বাজে ছিলাম আমরা। নিজেদের খুব বাজে ছবি মেলে ধরেছি আমরা, অনুভূতি খুব খারাপ। প্রতিপক্ষ আমাদের চেয়ে শ্রেয়তর ছিল এবং জয় তাদের প্রাপ্য।”
“আমাদের জন্য মোটেও ভালো রাত নয় এটি। অজুহাত খোঁজা উচিত নয় আমাদের। উন্নতি করতে হবে, ব্যস। আমি খুবই সৎ এসব ক্ষেত্রে। আজকে সমালোচনাই প্রাপ্য।”এমনিতে সাধারণত পরাজয়ের ম্যাচ থেকেও ইতিবাচক অনেক কিছু বের করার চেষ্টা করেন আনচেলত্তি। কিন্তু এ ম্যাচে দলের পারফরম্যান্সে কোচ এতটাই হতাশ যে, ভালো কিছুই চোখে পড়ছে না তার।“বলের দখল, তাড়না, ধারাবাহিকতা, সব দিক থেকেই আমরা খারাপ ছিলাম। কোথায় উন্নতি করা প্রয়োজন, তা দ্রুত বুঝতে হবে আমাদের। সেসব বেশ পরিষ্কার, জটিল কিছু নয়। আজকে সবই খারাপ ছিল। বল পায়ে আমরা খারাপ ছিলাম। বল হারানোর পর কেড়ে নিতে পারিনি। মাঠে বিচরণে ভালো ছিলাম না। আরও আগ্রাসী হওয়া উচিত ছিল আমাদের।”
“আজকে আমাদের জন্য সুযোগ তৈরি করাই ছিল কঠিন। বলের নিয়ন্ত্রণ ছিল ধীরগতির এবং খুব বেশি পরিকল্পনার ছাপ ছিল না। বলের নিয়ন্ত্রণ নেওয়া যদি কঠিন হয় এবং বল যদি ফরোয়ার্ডদের কাছে ধীরগতিতে যায়, তাহলে এটা বড় সমস্যা।”পরাজয়ের পর প্রেরণার জন্য এখন পেছন ফিরে তাকাচ্ছেন আনচেলত্তি। গত মৌসুমের একটি হারের পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, এবারও তেমন কিছুর আশায় কোচ।“মনে হচ্ছিল, আমরা ভালোই উন্নতি করছি। আজকে এক পদক্ষেপ পিছিয়ে গেলাম আবার। তবে গত জানুয়ারিতে আতলেতিকোর বিপক্ষে হারের পর গোটা দল জেগে ওঠে ও চিত্র বদলে যায়। আশা করি, এবারও তেমনই হবে এখন।”