Saturday, January 25, 2025
বাড়িখেলাহতাশা লুকোতে পারছেন না আফগানিস্তানের কোচ ট্রট

হতাশা লুকোতে পারছেন না আফগানিস্তানের কোচ ট্রট

স্যন্দন ডিজিটাল ডেস্ক।  ১৩সেপ্টেম্বর :   বৃষ্টি এবং মাঠ ভিজে থাকায় আফগানিস্তান-নিউ জ়িল্যান্ড টেস্টের এক বলও খেলা সম্ভব হয়নি। বাতিল করতে হয়েছে ম্যাচ। স্বভাবতই হতাশ আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট।

নিউ জ়িল্যান্ডের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচের জন্য নয়ডার মাঠকে বেছে নিয়েছিল আফগানিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রস্তাব অনুযায়ী, বেঙ্গালুরু বা কানপুরেও টেস্ট ম্যাচ খেলতে পারত আফগানেরা। মাঠ পছন্দের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের পাশাপাশি টেস্ট খেলতে না পারার হতাশাও রয়েছে আফগানিস্তানের শিবিরে। ট্রট বলেছেন, ‘‘বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। যেমন মাঠ শুক্রবারও খেলার মতো অবস্থায় ছিল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’’

আফগানিস্তানের কোচ বেশি হতাশ টেস্ট খেলার সুযোগ হাতছাড়া হওয়ায়। ট্রট বলেছেন, ‘‘টেস্ট ম্যাচটা আমরা ভীষণ ভাবে খেলতে চেয়েছিলাম। ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিউ জ়িল্যান্ডকে প্রচুর ক্রিকেট খেলতে হবে আগামী দিনগুলিতে। ওদের পক্ষেও ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না।’’

আফগানিস্তানের কোচ আরও বলেছেন, ‘‘নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার জন্য দলের সকলে খুব উত্তেজিত ছিল। টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ সকলে উপভোগ করতে চেয়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। একটা বলও খেলা হল। ভীষণ হতাশ লাগছে। প্রতি বছর এই সময় আমরা একটা টেস্ট খেলার চেষ্টা করি। কিন্তু এ বার বৃষ্টি আমাদের বাধা হয়ে দাঁড়াল।’’

নয়ডার মাঠের সুযোগ-সুবিধা নিয়েও হতাশা গোপন করেননি ট্রট। আফগানিস্তানের কোচ বলেছেন, ‘‘এখানকার ব্যবস্থা ভাল নয়। খুবই হতাশাজনক। এতটা বৃষ্টি হবে, সেটাও অবশ্য আমরা আশা করিনি।’’

বিসিসিআইয়ের দেওয়া তিনটি ম্যাঠের মধ্যে থেকে নয়ডার মাঠ পছন্দ করেছিল আফগানিস্তানই। সেখানকার সুযোগ-সুবিধার কথা আগেই জানা ছিল তাদের। তাই খেলা না হওয়ার জন্য নয়ডার পরিকাঠামোকেও দুষতে পারছেন না ট্রটেরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য