স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : কয়েক বছর পূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজধানীর দক্ষিণ আনন্দনগরের কান্তাজলা এলাকায় ন্যাশানেল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটির শিলান্যাস করেন। এই শিলান্যাসই শেষ। ন্যাশানেল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটির নামাঙ্কিত ফলক বর্তমানে জঙ্গলে ঢেকে যাচ্ছে। অথচ এখনো ন্যাশানেল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি নির্মাণের কাজ শুরু হয়নি। স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফুঁসছে এলাকার লোকজন।
এলাকায় ন্যাশানেল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি হবে জানতে পেয়ে কয়েক বছর পূর্বে এলাকার লোকজন অত্যন্ত খুশি হয়েছিল। সেই সময় এলাকার লোকজন ভেবেছিল হয়তো অল্প সময়ের মধ্যে সেখানে মাথা তুলে দাঁড়াবে ন্যাশানেল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি। এতে এলাকার উন্নয়ন হবে। কিন্তু কে জানে বছরের পর বছর কেটে গেলেও ন্যাশানেল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি নির্মাণের কাজ অধরা থেকে যাবে। এলাকাবাসিরা যা ভাবতে পারে নি, বর্তমানে তাই হল। ফলে এলাকাবাসিরা তা মন থেকে ম্যানে নিতে পারছে না। বাধ্য হয়ে এলাকাবাসিরা শুক্রবার প্রতিবাদে সরব হয়।
এইদিন এলাকাবাসিরা একত্রিত হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি জানায় অবিলম্বে যেন ন্যাশানেল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি নির্মাণের কাজ শুরু করা হয়। এলাকাবাসীরা বর্তমানে ধুয়াসার মধ্যে রয়েছে কেন ন্যাশানেল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি নির্মাণের কাজ এখনো শুরু হয় নি। সরকার কি তাহলে অন্যত্র ন্যাশানেল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে ? উত্তরটা হয়তো সময়ই দেবে। কিন্তু এখন দেখার এলাকাবাসিদের দাবি পূরণ হয় কিনা।