স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। মূলত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশান প্রদান করা হয়। এইদিন এিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা প্রথমে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে একত্রিত হয়।
সেখান থেকে র্যা়লি করে তারা পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের হাতে ৬ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেন। এইদিন ডেপুটেশান প্রদানকালে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর। তিনি জানান ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা এসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে। পাশাপাশি তিনি ৬ দফা দাবি গুলি তুলে ধরে আশা ব্যক্ত করেন সরকার এিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা এসোসিয়েশনের দাবি গুলি পূরণের উদ্যোগ গ্রহণ করবে।