Sunday, December 22, 2024
বাড়িখেলাএমবাপের গোলের জন্য অস্থির নন আনচেলত্তি

এমবাপের গোলের জন্য অস্থির নন আনচেলত্তি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ আগস্ট: রেয়াল মাদ্রিদের জার্সিতে পথচলা অবশ্য গোল দিয়েই শুরু করেছিলেন এমবাপে। তুমুল আলোচিত দল বদলের পর নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই গোল করেন তিনি উয়েফা সুপার কাপের ফাইনালে। তবে লা লিগায় দুই ম্যাচ খেলে এখনও জালের দেখা পাননি।লিগে প্রথম ম্যাচে তো নিজের ছায়া হয়েই ছিলেন তিনি। রোববার ভাইয়াদলিদের বিপক্ষে সুযোগ পান বেশ কয়েকটি। পরিষ্কার সুযোগই ছিল অন্তত তিনটি। অন্য কোনো দিন বা অন্য কোনো ম্যাচে হয়তো এরকম সুযোগে দুই-তিন গোল করে ফেলতেন তিনি। কিন্তু এ দিন তার ফিনিশিং ভালো হয়নি একটুও, গোল করতে পারেননি একটিও।

স্রেফ দুই ম্যাচে গোল না পাওয়া এমনিতে উল্লেখযোগ্য কিছু নয়। নতুন দেশ, নতুন ক্লাব, নতুন লিগে মানিয়ে নিতেও সময় লাগে। তবে নামটি যখন এমবাপে, তখন তো একটু আলোচনা হয়ই। ঢাক গুড়গুড় একটু তাই শোনা যাচ্ছে।ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচ শেষে আনচেলত্তির সংবাদ সম্মেলনও প্রসঙ্গটি উঠল। একটু ছড়িয়ে না খেলিয়ে এমবাপেকে সেন্টার ফরোয়ার্ড খেলানোয় তার ভূমিকা সীমাবদ্ধ হয়ে পড়ছে কি না, এই প্রশ্ন করা হলো। রেয়াল মাদ্রিদ কোচ তা উড়িয়ে দিলেন।“না, আমি তা মনে করি না (পজিশনের কারণে সীমাবদ্ধতা)…। সে দুর্দান্ত একজন ফরোয়ার্ড। মাঠে সে খুবই গতিময়। বল ছাড়াও দারুণভাবে বিচরণ করে সে মাঠে। পেছন থেকে আক্রমণে উঠে আসে।”

 “আজকে তিন-চারটি সুযোগ ছিল তার। এসব ক্ষেত্রে সাধারণত সে সবসময়ই গোল করে থাকে। আজকে হয়নি, কিন্তু ভবিষ্যতে অবশ্যই করবে। বাঁ পাশে বা ডান পাশে খেলার কোনো ব্যাপার নেই। সে অবশ্যই গোল করবে।”এমবাপের মতো অবস্থা ছিল তার দলেরও। ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচটি ৩-০ গোলে জিতলেও পারফরম্যান্সে চেনা ধার ও ছন্দ ছিল না। প্রথমার্ধে তো একদমই বিবর্ণ ছিল তারা। দ্বিতীয়ার্ধে ফেভে ভালভের্দের দুর্দান্ত গোল তাদেরকে এগিয়ে দেয়। পরে শেষ সময়ে গোল করেন বদলি নামা ব্রাহিম দিয়াস ও এন্দ্রিক।গত মৌসুমে দুর্দান্ত খেলা ব্রাহিম বল জালে পাঠান ঠাণ্ডা মাথায় কৌশলি ফিনিশিংয়ে। ৮৬তম মিনিটে এমবাপের বদলে মাঠে নামা ব্রাজিলিয়ান তরুণ এন্দ্রিক অভিষেকেই গোল করেন দারুণ এক জোরাল শটে।

অনেকটা সময় ধুকলেও শেষ পর্যন্ত জিতে স্বস্তি পাচ্ছেন আনচেলত্তি। বদলি নামা ফুটবলারদের পারফরম্যন্স বাড়তি সন্তুষ্টি দিচ্ছে রেয়াল কোচকে।“জয়ের স্বাদ পাওয়াটা সবসময়ই ভালো। দল জিতলে খুশি লাগেই। বিশেষ করে, এই ম্যাচে কাজটা যতটা কঠিন হয়ে উঠেছিল আমাদের জন্য এবং প্রথমার্ধে আমরা যতটা মন্থর ও আলগা ছিল, এরপর জয়টা স্বস্তির।”“বিরতির পর আমরা তুলনামূলক ভালো খেলেছি। আরও বেশি বল ধরে রেখে ভালোভাবে বিচরণ করেছি। আমি খুবই খুশি যে, বেঞ্চ থেকে যারা নেমেছে, সীমিত সুযোগেই তারা দারুণ খেলেছে।”পরের ম্যাচে বৃহস্পতিবার রেয়াল মাদ্রিদ খেলবে লাস পালমাসের মাঠে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য