Thursday, June 19, 2025
বাড়িখেলাদাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে প্রথমবার হারিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ।

দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে প্রথমবার হারিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ জুন : বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে প্রথমবার হারিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ। ক্লাসিক্যাল দাবায় এই কীর্তি গড়েছেন ১৯ বছর বয়সি ভারতীয় দাবাড়ু। নরওয়ের দাবাড়ুকে রীতিমতো চমকে দিয়ে ইতিহাস রচনা করেন তিনি। আর ম্যাচের পর হতাশা গোপন করতে পারেননি কার্লসেন। মেজাজ হারিয়ে টেবিলে ঘুসি মারেন তিনি।

নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন গুকেশ । গোটা ম্যাচে আধিপত্য নিয়েই খেলছিলেন কার্লসেন। এই জায়গা থেকে প্রত্যাবর্তন করেন সাদা ঘুঁটি নিয়ে খেলা ভারতীয় দাবাড়ু। যদিও সিংহের ডেরার গেলে যা হয়, গুকেশের অবস্থাও অনেকটা তেমনই হয়েছিল। নিজের ‘ডেরা’য় আক্রমণাত্মক নীতি নিয়ে শুরু করেছিলেন কার্লসেন।

ওই সময় খেলার গতিবিধি দেখে বোঝা যায়নি যে, হেরে যাবেন কার্লসেন। ম্যাচের পর গুকেশও তুলে ধরেন সে কথা। তিনি জানান, “একটা সময় ভেবেছিলাম ম্যাচটা ছেড়ে দেব।” যদিও লড়াই ছাড়েননি। ধৈর্য ধরে রেখেই যেন প্রত্যাবর্তনের মন্ত্র জপ করছিলেন চেন্নাইয়ের এই গ্র্যান্ডমাস্টার। ৪০ চালের পর দাপট কিছুটা কমে কার্লসেনের। চাপ বাড়াতে থাকেন ভারতীয় দাবাড়ু। ৪৪ চালে ভুল করে বসেন কার্লসেন। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠেন গুকেশ। কার্লসেনের সময়ও কমে যায় একটা সময়। শেষের গেমে কিস্তিমাত করেন গুকেশ ডোমারজু।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য