Thursday, January 16, 2025
বাড়িখেলাআল আহলির অর্থ প্রস্তাবে বছরে বিশ্বের সবচেয়ে দামি ৭টি গাড়ি কিনতে পারবেন...

আল আহলির অর্থ প্রস্তাবে বছরে বিশ্বের সবচেয়ে দামি ৭টি গাড়ি কিনতে পারবেন ভিনিসিয়ুস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ আগস্ট: সম্প্রতি ভিনিসিয়ুস জুনিয়রের সৌদি আরব থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি সামনে এসেছে। সেই প্রস্তাব ভিনিসিয়ুসের ফিরিয়ে দেওয়ার কথাও জানিয়েছে দ্য অ্যাথলেটিকসহ একাধিক সংবাদমাধ্যম। এবার জানা গেল সৌদি আরব থেকে পাওয়া প্রস্তাবের বিস্তারিত তথ্যও।সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) নাকি প্রো লিগের ক্লাব আল আহলিতে খেলার জন্য ভিনিসিয়ুসকে ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়াল (১০০ কোটি ডলার) প্রস্তাব দিয়েছে। যা ভিনিকে ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া অ্যাথলেটের মর্যাদাও এনে দেবে।

ব্রাজিলিয়ান উইঙ্গারকে দেওয়া এই অর্থ প্রস্তাব রীতিমতো চোখ কপালে তোলার মতো। এই অর্থের বিনিময়ে ভিনিসিয়ুস কী কী কিনতে পারবেন, তার একটি মজার তালিকাও দিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। যেখানে বিশ্বের সবচেয়ে দামি মোটরকারকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, আল আহলি ভিনিকে যে টাকা দিতে চেয়েছে, সেই টাকায় তিনি বছরে ৭টি করে সবচেয়ে দামি সেই মোটরকার কিনতে পারবেন।গড় হিসাব করলে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী প্রতি সেকেন্ডের জন্য ৩৮ ব্রাজিলিয়ান রিয়াল করে পাবেন ভিনি। মিনিটের হিসাবে সেটি হয় ২ দশমিক ২৯ হাজার ব্রাজিলিয়ান রিয়াল, প্রতি সপ্তাহ বিবেচনায় নিলে এ অঙ্ক দাঁড়ায় ২ কোটি ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল আর বছরে ১০ লাখ ২০ হাজার রিয়াল। সর্বোপরি ৫ বছরের জন্য সেটি হবে ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়াল বা ১০০ কোটি মার্কিন ডলার।

প্রশ্ন হচ্ছে, ভিনিসিয়ুস প্রতিবছর কোন ব্র্যান্ডের সাতটি গাড়ি কিনতে পারবেন? এই গাড়ি কিন্তু ফেরারি, ল্যাম্বরঘিনি কিংবা পোরশে নয়। সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল। যেটিকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বিবেচনা করা হচ্ছে, যার দাম ৩ কোটি ডলার।আর এটি বানানোও হয় খুবই সীমিতসংখ্যক। এখন ভিনিসিয়ুস যদি সৌদি আরবের প্রস্তাব গ্রহণ করেন, তবে এই ব্র্যান্ডের একটি গাড়ি কিনতে তাঁর সময় লাগবে দেড় মাসের মতো। আর সারা বছর হিসাব করলে ভিনিসিয়ুস এই গাড়ি কিনতে পারবেন ৭টি করে।

গাড়ির পর এবার আসা যাক বাড়ির প্রসঙ্গে। গত মাসেই নাকি ব্রাজিলের সবচেয়ে দামি ম্যানশনটি একটি ঠিকাদার কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। বিলাসবহুল সেই বাড়ি কিনতে খরচ হয়েছে ২২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল (৪ কোটি মার্কিন ডলার)। এখন আল আহলির প্রস্তাবিত অর্থ খরচ করে ভিনিসিয়ুসের এই বাড়ি কিনতে সময় লাগবে দুই মাসের সামান্য বেশি সময়।‘ও গ্লোবো’ এরপর টেনেছে ব্যক্তিগত এয়ারক্রাফটের প্রসঙ্গও। এ ক্ষেত্রে ব্রাজিলের আকাশে যেসব উড়োজাহাজ উড়ে তার মধ্যে সবচেয়ে দামি বিবেচনা করা হচ্ছে বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০। ২০২১ সালে নির্মিত এই উড়োজাহাজের মূল্য ব্রাজিলিয়ান মুদ্রায় ৩৭ কোটি ৬০ লাখ রিয়াল (৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার)। আল আহলির প্রস্তাবিত অর্থে ১৫ সিটের এই উড়োজাহাজ কিনতে ৪ মাসেরও কম সময় লাগবে ভিনিসিয়ুসের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য