স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ আগস্ট: গত ২৬ জুলাই সেন নদীর তীরে ভিন্নধর্মী আয়োজনে প্যারিস অলিম্পিকসের পর্দা উঠেছিল। বৈশ্বিক ক্রীড়ার সর্বোচ্চ আসরের পদকের লড়াই রোববার শেষ হলো মেয়েদের বাস্কেটবলের সোনার নিষ্পত্তি দিয়ে।এই ইভেন্টে স্বাগতিক ফ্রান্সকে ৬৭-৬৬ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নেয় যুক্তরাষ্ট্র। তাতে চীনের সমান ৪০টি সোনার পদক হয় তাদের। তবে রুপা ও ব্রোঞ্জ বেশি থাকায় দলগত সেরা হয়েছে তারা।এ নিয়ে অলিম্পিকসের টানা চার আসরে পদক তালিকায় সবার উপরে থেকে শেষ করল যুক্তরাষ্ট্র। এবার তারা জিতেছে ৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জ মিলিয়ে ১২৬টি পদক।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে ৪০টি সোনা, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ মোট ৯১টি পদক। ২০টি সোনা, ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে জাপান।স্বাগতিক ফ্রান্স ১৬টি সোনা, ২৬টি রুপা ও ২২টি ব্রোঞ্জসহ ৬৪টি পদক নিয়ে তালিকায় আছে পঞ্চম স্থানে।দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে পদক জয়ের স্বাদ পেয়েছে কেবল পাকিস্তান ও ভারত। বর্শা নিক্ষেপে অলিম্পিক রেকর্ড গড়ে পাকিস্তানকে সোনা এনে দিয়েছেন আরশাদ নাদিম। এই একটি পদক নিয়ে তালিকায় তারা ৬২তম স্থানে আছে। সোনা জয়ের স্বাদ এবার পায়নি ভারত। ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জ জিতে তালিকায় তারা আছে ৭১তম স্থানে।
সরাসরি প্যারিস অলিম্পিকসে খেলার টিকেট পাওয়ায় সাগরকে নিয়ে প্রত্যাশা ছিল বেশি, কিন্তু এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপেই ইতালির মাউরো নেসপোলির বিপক্ষে ৬-০ ব্যবধানে হেরে ছিটকে যান তিনি।কোনো সাফল্য না পেলেও বিতর্ক সঙ্গী হয়েছে বাংলাদেশের। দৌড়ের পর বোমা ফাটান দেশের দ্রুততম মানব ইমরানুর; তিনি অভিযোগ করেন, পেটের পেশি ছিঁড়ে গিয়েছিল আগে, কিন্তু ফেডারেশনের কর্মকর্তাদের ‘চাপে’ তথ্য গোপন করে দৌড়াতে হয়েছে তাকে!অলিম্পিকসের পরের আসর লস অ্যাঞ্জেলেসে বসবে ২০২৮ সালে।