Saturday, March 22, 2025
বাড়িবিশ্ব সংবাদরাশিয়ার মাটিতে ইউক্রেইনের হামলার ‘কঠোর জবাব’ দেবে মস্কো

রাশিয়ার মাটিতে ইউক্রেইনের হামলার ‘কঠোর জবাব’ দেবে মস্কো

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ আগস্ট: রাশিয়ার মাটিতে ঢুকে পড়ে ইউক্রেইনীয় সেনাদের হামলা ৬ দিনে গড়ানোর পর এর ‘কঠোর জবাব’ দেওয়ার অঙ্গীকার করেছেন মস্কোর কর্মকর্তারা।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ইউক্রেইনীয় অভিযানে শান্তিপূর্ণ রুশ জনগণকে ভীত সন্ত্রস্ত করার অভিযোগ করেছেন ইউক্রেইনের বিরুদ্ধে।কিইভের সেনারা এখন রুশ ভূখণ্ডে লড়াইয়ে ৩০ কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে। ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম ইউক্রেইনের সেনারা শত্রুভূমির এত ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে।ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতরাতে প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে তাদের সেনাদের লড়াই চলার কথা স্বীকার করেছেন। বলেছেন, ইউক্রেইনীয় বাহিনী যুদ্ধকে আগ্রাসী দেশের মাটিতে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “ইউক্রেইন প্রমাণ করেছে যে প্রকৃতপক্ষে তারা ন্যায়বিচার পুনরুদ্ধার করতে পারে এবং হামলাকারীর ওপর প্রয়োজনীয় চাপ নিশ্চিত করতে পারে।”রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্কে অনুপ্রবেশকারী ইউক্রেইনীয় বাহিনীর সঙ্গে শনিবার ষষ্ঠ দিনের মতো তীব্র লড়াই চালিয়ে গেছে রুশ বাহিনী। ইউক্রেইনীয় বাহিনীর হঠাৎ আক্রমণে রাশিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অংশ অরক্ষিত হয়ে পড়েছিল, পরে অতিরিক্ত বাহিনী এসে আক্রমণকারী বাহিনীকে বাধা দেয়।রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় রোববার বলেছে, তাদের বাহিনী শত্রুদের ভ্রাম্যমান গ্রুপগুলোর সাঁজোয়া যান ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের আরও ভেতরে ঢোকার চেষ্টা নস্যাৎ করেছে।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেইনীয় বাহিনীর এই অনুপ্রবেশের কঠোর জবাব দেবে। কুর্স্কের একটি আবাসিক এলাকায় ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য