Friday, February 14, 2025
বাড়িখেলারান তাড়া করে রেকর্ড জয়, ভারতকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল অস্ট্রেলিয়া

রান তাড়া করে রেকর্ড জয়, ভারতকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল অস্ট্রেলিয়া



অকল্যান্ড, ১৯ মার্চ (হি.স.) : আইসিসি মহিলা বিশ্বকাপের মঞ্চে রান তাড়ার রেকর্ড গড়ে ভারতের বিরুদ্ধে জিতল অস্ট্রেলিয়া । শক্তিশালী অজিদের বিরুদ্ধে বড় ব্যবধানেই হারতে হল ভারতকে। এদিন অকল্যান্ডে ভারতের দেওয়া ২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ উইকেটের বিনিময়ে ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল অজিরা । সেই সঙ্গে টানা ৫ ম্যাচে জিতে প্রথম দল হিসেবে চলতি মহিলা বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের জেরে অজিদের বিরুদ্ধে এই ম্যাচ ভারতের জন্য কার্যত মরণ-বাঁচন ম্যাচ ছিল। এ হেন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারেন অধিনায়ক মিতালি রাজ । প্রথমে ব্যাট করতে হয় ভারতকে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ওমেন-ইন-ব্লু’র। মাত্র ২৮ রানে দুই উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক মিতালি এবং ইয়াস্তিকা ভাটিয়া। দুজনেই অর্ধশতরান করেন। ভাটিয়া করেন ৮৩ বলে ৫৯ রান। মিতালি করেন ৯৬ বলে ৬৮ রান। বিশ্বকাপে এটি তাঁর ১২ তম অর্ধশতরান। যা কিনা বিশ্বরেকর্ড।মিতালি আউট হওয়ার পর হরমনপ্রীত কৌর এবং পূজা ভাস্ত্রকর ভারতের ইনিংসের শেষটা দুর্দান্ত করেন। ৪৭ বলে ৫৭ রান করেন হরমনপ্রীত এবং পূজা করেন ২৮ বলে ৩৪ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেহে ২৭৭ রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটাই দুর্দান্ত করে অজিরা। প্রথম ইউকেটের জুটিতেই র্যাচেল হাইনেস এবং অ্যালিস হেলি ১২১ রান তুলে ফেলেন। হেলি করেন ৭২ রান। হাইনিস করেন ৪৩ রান। প্রথম ইউকেটের পতনের পর অধিনায়ক মেগ ল্যানিং ইনিংসের হাল ধরেন এবং দলকে জয়ের কাছাকাছি। শেষদিকে ভারত কিছুটা কামব্যাক করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৪ উইকেটের বিনিময়ে ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল অজিরা। ল্যানিং করলেন অপরাজিত ৯৭ রান। মহিলা বিশ্বকাপের ইতিহাসে এটি রান চেজের রেকর্ড। এদিন টিম ইন্ডিয়ার আরেক সিনিয়র তারকা ঝুলন গোস্বামীও মাইলফলক ছুঁয়েছেন। এটি ছিল ঝুলনের কেরিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচ। যদিও এই ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি। এই হারের ফলে পাঁচ ম্যাচে ভারত ৪ পয়েন্টেই আটকে রইল। সেমিফাইনালে যেতে হলে টিম ইন্ডিয়াকে শেষ দুটি ম্যাচে জিততেই হবে। সেই সঙ্গে অন্যদের ফলাফলের দিকেও নজর রাখতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য